নির্বাচন ব্যাহত করতে গন্ডগোল সৃষ্টির চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৬ ২০:৩৪:২০
নির্বাচন ব্যাহত করতে গন্ডগোল সৃষ্টির চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করেছেন, একটি পরাজিত রাজনৈতিক শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরি করে আসন্ন নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে সব গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ও গন্ডগোল সৃষ্টি করছে। তারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। কিন্তু ষড়যন্ত্র করে গণতান্ত্রিক ধারা থামানো যাবে না। কারণ ফ্যাসিবাদবিরোধী সব শক্তি এখন একসঙ্গে।”

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করছে।

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় যেসব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন তাদের মধ্যে ছিলেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৈঠকের শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ