শেয়ারবাজারে সরকারি বিদ্যুৎখাতে সঞ্চয়ের নতুন দিগন্ত!

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ০৮:৫৩:৩৫
শেয়ারবাজারে সরকারি বিদ্যুৎখাতে সঞ্চয়ের নতুন দিগন্ত!
ছবি: সংগৃহীত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন শেয়ারবাজারে প্রবেশের আগ্রহ প্রকাশ করেছে এবং আগামী বোর্ডসভায় শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এই তথ্য দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম। তিনি বলেন, সরকারি কোম্পানিগুলো আইপিও বা সরাসরি তালিকাভুক্তি, অথবা বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে পারে, যা সরকারের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক হবে। একই সঙ্গে, সাধারণ জনগণের অংশীদারিত্বের মাধ্যমে করপোরেট গভর্নেন্সের মান উন্নত হবে।

রোববার (২৭ জুলাই) ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)-এর আওতাধীন লাভজনক প্রতিষ্ঠানগুলো, বিশেষত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে তহবিল সংগ্রহের পথ প্রশস্ত করছে। ডিএসইর চেয়ারম্যান মুমিনুল ইসলাম ও বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম এই বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিপিডিবির সদস্য এ এন এম ওবাইদুল্লাহ, ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইয়েদ আকরাম উল্লাহ, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আবুল মনসুর, এবং আইসিবি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদা খাতুন।

মুমিনুল ইসলাম বৈঠকে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করেন এবং ডিএসইর আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, গ্রিন চ্যানেল বা ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত আইপিও আনার উদ্যোগ নেওয়া হয়েছে যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে প্রবেশ সহজতর করবে।

তিনি আরও জানান, পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার ও বিনিয়োগকারীদের কাছ থেকেও তহবিল সংগ্রহ করতে পারবে, যা বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে।

ডিএসইর চেয়ারম্যান আশুগঞ্জ পাওয়ার স্টেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি নিয়মিত লাভজনকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে ডিএসই সব ধরণের প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত।

অন্যদিকে, বিপিডিবির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে সরকারি কোম্পানিগুলো যখন নিজস্ব তহবিল সংগ্রহ করতে সক্ষম হবে, তখন সরকারের ওপর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি, সাধারণ জনগণের মালিকানার সুযোগ সৃষ্টির মাধ্যমে করপোরেট গভর্নেন্স ও স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়তা হবে।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ