সামাজিক মাধ্যমে হাসিনার পুত্র জয়ের পোস্টে এনসিপি নেতার পাল্টা বার্তা

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ০৯:৩৭:০৩
সামাজিক মাধ্যমে হাসিনার পুত্র জয়ের পোস্টে এনসিপি নেতার পাল্টা বার্তা
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদরের ঘুনসি এলাকায় যৌথ বাহিনীর সাম্প্রতিক এক অভিযানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলার যুগ্ম সমন্বয়ক ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক মুখপাত্র তুষার সব্যসাচীর পিতা মিলন সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ জুলাই ভোরে পরিচালিত এই অভিযানে মিলনসহ আরও পাঁচজনকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী। অভিযানের সময় মিলন স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।

এই ঘটনাকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা তুষার সব্যসাচী ২৭ জুলাই রাতে মাদারীপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং জয়ের ওই পোস্টের তীব্র প্রতিবাদ জানান।

তুষার বলেন, “আমার বাবা মিলন সব্যসাচী একজন সাহিত্যিক, কবি এবং গবেষক। তিনি প্রায় দুই যুগ ধরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ১৮ জুলাই তিনি আমাদের পারিবারিক বাড়িতে যান, যেখানে সম্পত্তিগত বিরোধের কারণে তিনি আত্মীয়ের বাড়িতে রাত কাটান। অথচ ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় এমন একটি অভিযোগে, যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”

তিনি দাবি করেন, “আমার বাবাকে জড়ানো ও সজীব ওয়াজেদের ফেসবুক পোস্টে আমাকে লক্ষ্য করে করা কটূক্তি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন বৈষম্যবিরোধী সংগঠক এবং এনসিপির সক্রিয় কর্মী এ কারণেই আমাদের টার্গেট করা হচ্ছে।”

তুষার সব্যসাচী আরও বলেন, “আমার বাবা যদি সত্যিই কোনো অপরাধে জড়িত থাকেন, তবে আইন অনুযায়ী ব্যবস্থা হোক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিবারের সদস্যদের হয়রানি করা গ্রহণযোগ্য নয়। মাদারীপুরের কিছু মহল রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদের পেছনে লেগেছে। আমি চাই গণমাধ্যম এই বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরুক।”

প্রসঙ্গত, ২৫ জুলাই সকালের অভিযানে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ জনকে আটক করে, যারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন, যাতে প্রকৃত অপরাধী চিহ্নিত হয় এবং নির্দোষদের হয়রানি না করা হয়।

-রফিক, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ