ভারতীয় বাহিনীর দাবি:পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী শেষ

ভারত ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৮ ১৯:৪৮:৫৪
ভারতীয় বাহিনীর দাবি:পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী শেষ
ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি : সংগৃহীত

পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান নিহত: দাবি ভারতীয় বাহিনীরকাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী সুলেমান ওরফে হাশিম মুসাকে হত্যা করার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সোমবার (২৮ জুলাই) ‘অপারেশন মহাদেব’ নামে চালানো এক যৌথ অভিযানে তাকে ও আরও দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযানে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরের একটি এলাকায় সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর চারদিক থেকে ঘিরে ফেলা হয় এবং শুরু হয় দীর্ঘ বন্দুকযুদ্ধ। এই সংঘর্ষে সুলেমান ছাড়াও নিহত হয় আরও দুই শীর্ষস্থানীয় সন্ত্রাসী আবু হামজা ও ইয়াসির।

ভারতের দাবি, নিহত সুলেমান পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়েবার সক্রিয় সদস্য এবং অতীতে পাকিস্তান সেনাবাহিনীতেও কাজ করেছেন। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। একইসঙ্গে দিল্লি এখনো পর্যন্ত তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান। এই হামলা সারা ভারতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। হামলার পরপরই সুলেমানের বিরুদ্ধে ২০ লাখ রুপির পুরস্কার ঘোষণা করে কাশ্মীর পুলিশ।

সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ‘অপারেশন সিঁদুর’ মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই এ অভিযান চালানো হয়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এখনও পুরো এলাকায় তল্লাশি চলছে। তারা সম্ভাব্য গোপন আস্তানা, অস্ত্র ও গোলাবারুদের খোঁজে চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ