বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা: বাড়ছে সতর্কতা

বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন,
“উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে বর্তমানে এটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।”
এ পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জারি করা এক সতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা, বরগুনা ও ভোলা জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিও হতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তন কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা ও নদীপথে চলাচলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের শঙ্কা এখনই না থাকলেও, অবস্থার পরিবর্তন হলে তাৎক্ষণিক আপডেট দেওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- তিন মাসে ১.১৮ লাখ কোটি টাকার মূলধন ঘাটতি, দেউলিয়াত্বের পথে ২০ ব্যাংক
- স্টারলিংক চালু, সরকারের দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি?