বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা: বাড়ছে সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ১৩:৫৯:৫৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা: বাড়ছে সতর্কতা

বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন,

“উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে উপকূলীয় অঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে বর্তমানে এটি থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই।”

এ পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জারি করা এক সতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা, বরগুনা ও ভোলা জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টিও হতে পারে।

আবহাওয়ার এই পরিবর্তন কৃষিকাজ, যোগাযোগ ব্যবস্থা ও নদীপথে চলাচলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের শঙ্কা এখনই না থাকলেও, অবস্থার পরিবর্তন হলে তাৎক্ষণিক আপডেট দেওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ