দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নৌবন্দরগুলোতে সতর্ক সংকেত

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ০৯:২৬:৩৪
দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নৌবন্দরগুলোতে সতর্ক সংকেত

দেশের ৯টি অঞ্চলে বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে নৌপরিবহন চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ