দুপুরেই ঝড়! সতর্কতা জারি দেশের সাত অঞ্চলে

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২৭ ১০:৩২:৪০
দুপুরেই ঝড়! সতর্কতা জারি দেশের সাত অঞ্চলে

দেশের সাতটি উপকূলীয় ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলামের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়ার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে, যাতে যাত্রী ও পণ্যবাহী নৌযানগুলো আগেভাগেই প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে পারে।

এছাড়াও সন্ধ্যার পরবর্তী সময়েও আবহাওয়া রীতিমতো সক্রিয় থাকবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

সারাদেশেই কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

পরের দিন শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে একই ধরনের বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও পাহাড়ঘেরা অঞ্চলে বজ্রপাত ও ভারি বর্ষণের ঝুঁকি তুলনামূলক বেশি।

সাধারণ নাগরিকদের প্রতি পরামর্শ, যারা এইসব অঞ্চলে অবস্থান করছেন বা ভ্রমণ পরিকল্পনা করছেন, তারা যথাসম্ভব সচেতন থেকে আবহাওয়ার আপডেট অনুসরণ করুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।

—সত্য প্রতিদিন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ