জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও একাধিক লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৩ ১২:৩৮:০৮
জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ও একাধিক লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এসব লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা—সে বিষয়ে পূর্বাভাসে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

বজ্রবৃষ্টি ও তাপপ্রবাহের আশঙ্কা

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাইয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঁচ থেকে ছয় দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় বিদ্যুৎ চমকানো বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। এ ছাড়া মাসজুড়ে দেশের কিছু এলাকায় একবার হলেও মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

নদ-নদীর পানি বাড়তে পারে মাসের প্রথমার্ধে

মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে জুলাইয়ের প্রথমার্ধে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পেতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এ পূর্বাভাস জনসাধারণের পাশাপাশি কৃষি, নদী ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম পরিকল্পনা গ্রহণে সহায়তা করতে পারে।

সত্য প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ