আসছে দমকা হাওয়া ও অতি ভারি বৃষ্টি, যা জানালো আবহাওয়া অধিদফতর 

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুন ২০ ১৯:৩১:২৫
আসছে দমকা হাওয়া ও অতি ভারি বৃষ্টি, যা জানালো আবহাওয়া অধিদফতর 

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এ পূর্বাভাস জারি করা হয়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বর্তমানে ঘনীভূত মৌসুমি বায়ুর সক্রিয়তা দেখা যাচ্ছে। এ কারণে ওই এলাকায় বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলস্বরূপ, উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে,বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ এবং তার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ফলে সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

এই আবহাওয়াজনিত কারণেরংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে পূর্বাভাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ঘন ঘন বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকা ও নিম্নভূমিতে জলাবদ্ধতা ও ভূমিধসের সম্ভাবনা বাড়ছে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

—আশিক নিউজ ডেস্ক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ