চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে দুই ছিনতাইকারী আটক

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৭ ০৮:০৭:০৫
চট্টগ্রামে সেনাবাহিনীর হাতে দুই ছিনতাইকারী আটক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় জনতার সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন, নকল স্বর্ণের বার এবং একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মার্চ) সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) এবং হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে সাতকানিয়ার কেরানীহাট যাচ্ছিলেন আয়েশা বেগম নামে এক নারী। পথিমধ্যে মৌলভীর দোকান এলাকায় ছিনতাইকারীরা যাত্রী সেজে অটোরিকশায় ওঠে এবং নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে তাকে অজ্ঞান করে দেয়। পরে তার কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি, নকল স্বর্ণ, মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যায়।

পরে তাদেরকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, “সেনাবাহিনীর পক্ষ থেকে আটক দুই ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে মহাসড়ক এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা বৃদ্ধি পেলে এমন অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ: বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রতিযোগিতা

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনটির মূল কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ।... বিস্তারিত