শেয়ারবাজারে চমক: ১৭ কোম্পানির শেয়ার এক বছরের সর্বোচ্চ দামে

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১১:০৭:১৮
শেয়ারবাজারে চমক: ১৭ কোম্পানির শেয়ার এক বছরের সর্বোচ্চ দামে
ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহের একটি ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ তালিকাভুক্ত ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার বর্তমানে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এটি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক পারফরম্যান্স, সুশাসন ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার বহিঃপ্রকাশ।

বিশ্লেষণাত্মক প্ল্যাটফর্ম স্টকনাও-এর তথ্য অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের শেয়ার ৫২ সপ্তাহের শীর্ষ দামে উঠেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), দুলামিয়া কটন, জিকিউ বলপেন, যমুনা ব্যাংক, কেএন্ডকিউ, ম্যারিকো বাংলাদেশ, সমতা লেদার এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

৪ আগস্ট, সোমবারের লেনদেনে এই কোম্পানিগুলোর শেয়ারমূল্য ছিল উল্লেখযোগ্য উচ্চতায়। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর শেয়ার ছিল ১১৯.৫০ টাকা, যেখানে এক বছরে সর্বনিম্ন ছিল ৫৩.১০ টাকা। দুলামিয়া কটন ৯৩.৯০ টাকা (সর্বনিম্ন ৫৬.২০ টাকা), জিকিউ বলপেন ২৩১.৪০ টাকা (সর্বনিম্ন ১১২ টাকা), যমুনা ব্যাংক ২১.৪০ টাকা (সর্বনিম্ন ১৫.৬০ টাকা), কেএন্ডকিউ ২৮০.৭০ টাকা (সর্বনিম্ন ১৮২.১০ টাকা), ম্যারিকো বাংলাদেশ ২,৯৮৭.৬০ টাকা (সর্বনিম্ন ১,৯৮৭ টাকা), সমতা লেদার ৭৮.১০ টাকা (সর্বনিম্ন ৩৫ টাকা) এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫৬.৭০ টাকা (সর্বনিম্ন ২৪.৬০ টাকা)।

এই শেয়ারের ঊর্ধ্বগতি শুধু বাজারমূল্যেই নয়, বরং ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে কোম্পানিগুলোর আর্থিক শৃঙ্খলা ও শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতাও প্রতিফলিত হয়েছে। সর্বশেষ অর্থবছরে বিএসসি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, জিকিউ বলপেন দিয়েছে ৩ শতাংশ নগদ, যমুনা ব্যাংক দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৬.৫০ শতাংশ স্টক, কেএন্ডকিউ দিয়েছে ৩ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক, ম্যারিকো বাংলাদেশ দিয়েছে ৬০০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ। অন্যদিকে, দুলামিয়া কটন কোনো ডিভিডেন্ড দেয়নি, সমতা লেদার দিয়েছে ০.৪০ শতাংশ ক্যাশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

-রফিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ