রিজার্ভে ব্যবধান: স্থানীয় গণনা বনাম আন্তর্জাতিক মান

অর্থনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১০:৩৫:১৮
রিজার্ভে ব্যবধান: স্থানীয় গণনা বনাম আন্তর্জাতিক মান
ছবিঃ বি এস এস

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্ধারিত হিসাব পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ কিছুটা কম—২৪.৯৮ বিলিয়ন ডলার।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, রিজার্ভ গণনার ক্ষেত্রে IMF-এর ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM6) অনুসরণ করলেই প্রকৃত চিত্রটি উঠে আসে। এই মানদণ্ডে বিবেচনায় আসে শুধুমাত্র তৎক্ষণাৎ ব্যবহারযোগ্য বা তরল সম্পদ, যেমন বিদেশি মুদ্রা, সোনা ও আন্তর্জাতিক মানের রিজার্ভ অ্যাসেট।

অন্যদিকে, স্থানীয় পদ্ধতিতে রিজার্ভের পরিমাণে সেইসব ফান্ডও অন্তর্ভুক্ত থাকে, যেগুলো বিশেষ কোনো নির্ধারিত খাতে বরাদ্দ দেওয়া হয়েছে—যেমন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (EDF) বা সরকারের বিভিন্ন প্রকল্পে আগাম পরিশোধ করা ঋণের অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক লেনদেনের সক্ষমতা ও আমদানি ব্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে IMF-এর BPM6 অনুযায়ী হিসাবই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। সে বিবেচনায় বাংলাদেশ এখন প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যবহারযোগ্য রিজার্ভ নিয়ে এগোচ্ছে, যা প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রাখে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানি আয় ও প্রবাসী আয় স্থিতিশীল থাকলে রিজার্ভ ব্যবস্থাপনায় ধাপে ধাপে ইতিবাচক প্রবণতা ফিরে আসবে। চলতি অর্থবছরে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ আশানুরূপ হলে, আগামি মাসগুলোতে রিজার্ভে আরও স্থিতিশীলতা আসবে বলেই আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ