নব্বই দশকের সুপারস্টার হওয়ার পথে কাপুর ঘরানার রীতি ভেঙেছিলেন করিশ্মা

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১২:০৮:০৫
নব্বই দশকের সুপারস্টার হওয়ার পথে কাপুর ঘরানার রীতি ভেঙেছিলেন করিশ্মা
ছবিঃ সত্য নিউজ

হিন্দি চলচ্চিত্র জগতের ইতিহাসে নব্বই দশক ছিল এক যুগান্তকারী সময়। এই সময়েই বলিউডে এক উজ্জ্বল নাম হয়ে ওঠেন করিশ্মা কাপুর। কিন্তু তার সাফল্যের এই পথ ছিল শুধু প্রতিভার ফল নয়—এটি ছিল ঐতিহ্য ও পারিবারিক নিয়ম ভেঙে এগিয়ে যাওয়ার এক সাহসী পদক্ষেপ।

কাপুর পরিবারের নারীদের দীর্ঘদিনের একটি অলিখিত নিয়ম ছিল, তাঁরা কেউ চলচ্চিত্রে অভিনয় করবেন না। রাজ কাপুর, শাম্মি কাপুর, রণধীর কাপুরদের মতো পুরুষ সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অভিনয়ে যুক্ত থাকলেও, নারী সদস্যরা ছিলেন ক্যামেরার পেছনে। সেই প্রথা ভেঙে করিশ্মা হয়ে উঠেছিলেন প্রথম 'কাপুর কন্যা', যিনি রূপালি পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

মাত্র ১৭ বছর বয়সে করিশ্মা যখন বলিউডে পা রাখেন, তখন তাঁর সামনে ছিল অসংখ্য প্রশ্ন, সন্দেহ, আর প্রতিযোগিতা। তবে ‘রাজা হিন্দুস্তানি’, ‘বিওয়াফা সনম’, ‘জুদ্ধাই’, ‘হিরো নম্বর ওয়ান’, ‘দিল তো পাগল হ্যায়’–এর মতো একের পর এক হিট ছবি দিয়ে তিনি হয়ে ওঠেন নব্বই দশকের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা, নৃত্য ও পর্দা উপস্থিতি তাঁকে পৌঁছে দেয় সুপারস্টারদের কাতারে।

তবে ২০০০-এর দশকে এসে করিশ্মা অভিনয় থেকে কিছুটা সরে আসেন পারিবারিক জীবনের কারণে। পরবর্তীতে টেলিভিশন ও ওয়েব সিরিজে ফিরে এলেও, মূলধারার সিনেমায় তাঁর প্রত্যাবর্তন আর আগের মতো আলোড়ন তুলতে পারেনি।

তবুও করিশ্মা কাপুর আজও রয়ে গেছেন বলিউডের এক অনন্য আইকন। তিনি শুধু কাপুর ঘরানার গর্ব নন, বরং একজন পথপ্রদর্শক, যিনি দেখিয়েছেন—প্রথা ভেঙেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব, যদি থাকে অদম্য ইচ্ছাশক্তি আর প্রতিভা।

নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী আজ যাঁদের বলিউডে আত্মপ্রকাশ সহজতর, তাঁদের পেছনে আছেন করিশ্মার মতো পথিকৃৎরা, যারা কঠিন সময়ে নিজেকে প্রমাণ করেছেন।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ