প্রিয়াঙ্কা-ভানসালি সম্পর্ক ফাটলে গুজবেই থেমে গেল ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর গান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ আগস্ট ০৫ ১১:৪৬:৫৫
প্রিয়াঙ্কা-ভানসালি সম্পর্ক ফাটলে গুজবেই থেমে গেল ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর গান

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কা চোপড়ার একটি “স্পেশাল নম্বর” বা অতিথি গানের খবর সম্প্রতি বলিউড অঙ্গনে গুঞ্জনের জন্ম দিয়েছে। তবে এই খবরে পানি ঢেলে দিয়েছেন বানসালির ঘনিষ্ঠ এক সূত্র, যিনি একে বলছেন “বলিউড গসিপের ইতিহাসে সবচেয়ে হাস্যকর গুজব”।

সূত্রটি জানান, “হ্যাঁ, প্রিয়াঙ্কা এর আগে বানসালির ‘গোলিওঁ কি রাসলীলা: রামলীলা’ ছবির জন্য একটি বিশেষ গানে অংশ নিয়েছিলেন। তবে সেটিও ছিল একপ্রকার শেষ মুহূর্তের সংকট সমাধানের অংশ।”

আসলে, সেই গানে প্রথমে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ালে বানসালিকে রক্ষা করতে এগিয়ে আসেন প্রিয়াঙ্কা। তবে তার একটি শর্ত ছিল—পরবর্তী ছবিতে তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বরং, এরপর তাদের মধ্যে তীব্র মতানৈক্য ও সম্পর্কবিচ্ছেদ ঘটে।

এজন্যই, বানসালির ঘনিষ্ঠরা জোর দিয়ে বলছেন, "লাভ অ্যান্ড ওয়ার-এ প্রিয়াঙ্কার কোনো ধরনের অংশগ্রহণই নেই—না গান, না অভিনয়।"

এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া এক সাক্ষাৎকারে বলেন, "রাম চাই লীলা গানটি করার সিদ্ধান্ত ছিল জটিল। কিন্তু আমি জানতাম—সেই মুহূর্তে আমি ছিলাম সেই চরিত্র।"

বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে, যেখানে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। তাই প্রিয়াঙ্কাকে নিয়ে গুঞ্জন ছড়ালেও, বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করলেন সংশ্লিষ্টরা।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ