ঢাকায় গরম আরও বাড়ার শঙ্কা, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২৬ ১১:১১:০৮
ঢাকায় গরম আরও বাড়ার শঙ্কা, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারাদেশে গরমের দাপট আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ, যা শরীরের জন্য অস্বস্তিকর গরমের অনুভূতি বাড়িয়ে দিতে পারে।

গত ২৪ ঘণ্টার তাপমাত্রা ও বৃষ্টিপাত

  • সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস

  • সর্বনিম্ন তাপমাত্রা: ২৭ ডিগ্রি সেলসিয়াস

  • বৃষ্টিপাত: সামান্য

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

গতকাল রাতের পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশেই গরমের সঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এই পাঁচটি বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় আজ সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সামগ্রিক পরিস্থিতি

  • সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার ফলে অস্বস্তি ও হিটস্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

  • বিশেষ করে বয়স্ক ও শিশুদের যথাযথ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


দেশের ১০ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি করল বিডব্লিউওটি

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১৬ ১০:১২:৪৬
দেশের ১০ জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা, সতর্কতা জারি করল বিডব্লিউওটি
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত মূলত ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে, বিশেষ করে দুপুরের পর থেকে রাত ৯টার ভেতরে হতে পারে। তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ে তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বজ্রবৃষ্টির পূর্বাভাস

বিডব্লিউওটি জানিয়েছে, এই সময়ে মূলত দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে:

সবচেয়ে বেশি সক্রিয়তা: কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

মাঝারি সম্ভাবনা: চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

বৃষ্টির ধরন

প্রবণতা: এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে। এর অর্থ হলো, বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে।

আবহাওয়া: মেঘ দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।


আজ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ২০ জেলায় সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১১ ১৬:০৭:২৩
আজ ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, ২০ জেলায় সতর্কতা
ফাইল ছবি

মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিলেও সারাদেশে বৃষ্টি থামছে না। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর থেকেই ঢাকার আকাশ মেঘলা এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৪টি বিভাগে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

যেসব অঞ্চলে সতর্কতা জারি

মোস্তফা কামাল পলাশ জানান, আজ দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে:

ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা ও কিশোরগঞ্জ।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।

খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট ও নড়াইল।

সিলেট বিভাগ: মৌলভীবাজার ও হবিগঞ্জ।


আজ থেকে পাঁচ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ১০ ১৫:০৬:০৮
আজ থেকে পাঁচ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ অক্টোবর) দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী পাঁচ দিনের আবহাওয়ার চিত্র তুলে ধরা হলো:

শুক্রবার (১০ অক্টোবর - পরবর্তী ২৪ ঘণ্টা):

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শনিবার (১১ অক্টোবর):

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

রোববার (১২ অক্টোবর):

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার (১৩ অক্টোবর):

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর):

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।


সতর্কতা জারি: ঢাকাসহ ২০ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৮ ১৭:৪০:০২
সতর্কতা জারি: ঢাকাসহ ২০ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

আজ বুধবার (৮ অক্টোবর) রাতের মধ্যে দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

যেসব অঞ্চলে সতর্কতা জারি

আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সন্ধ্যার মধ্যে ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৭ ১৪:৪৭:৩৮
সন্ধ্যার মধ্যে ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের করা পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এই কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৫ ১৭:১৭:৫৬
আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের তিনটি বিভাগের অনেক এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ অক্টোবর) আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিনের আবহাওয়ার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে:

আগামীকাল (৬ অক্টোবর): রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (৬ অক্টোবর - পরবর্তী ২৪ ঘণ্টা): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৭ অক্টোবর - পরবর্তী ২৪ ঘণ্টা): ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ অক্টোবর - পরবর্তী ২৪ ঘণ্টা): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর - পরবর্তী ২৪ ঘণ্টা): রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


দেশের ১৭ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০৪ ১৭:৪২:৩২
দেশের ১৭ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

ঝড় ও বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী কয়েকদিনের আবহাওয়া

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব শুরু

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৪:১৫:৫০
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব শুরু
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত হয়েছে। নিম্নচাপটির অবস্থান বাংলাদেশ থেকে কিছুটা দূরে থাকলেও এর প্রভাব এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানান।

ঘূর্ণিঝড়ের অবস্থান ও গতিবিধি

মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (Joint Typhoon Warning Center) থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় 'শক্তি' বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কোলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় শক্তি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ঘূর্ণিঝড় শক্তি সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপর মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

এদিকে, সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আজ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্ক . সত্য নিউজ
২০২৫ অক্টোবর ০১ ১৪:৪৬:৪৮
আজ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত

দেশের ১০টি জেলার ওপর দিয়ে আজ বুধবার (১ অক্টোবর) সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার করা পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঠকের মতামত: