আফগানিস্তানের বদলে যাওয়া চিত্র: উন্নয়ন প্রকল্প, রাজস্ব বৃদ্ধি আর কৃষিভিত্তিক অগ্রগতি

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ২১:৩৮:৩০
আফগানিস্তানের বদলে যাওয়া চিত্র: উন্নয়ন প্রকল্প, রাজস্ব বৃদ্ধি আর কৃষিভিত্তিক অগ্রগতি
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের অর্থনীতি ও উন্নয়ন খাতে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির নুরিস্তান প্রদেশের কামদিশ ও বারগামতাল জেলায় প্রায় ৮৯ মিলিয়ন আফগানি ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব প্রকল্পে রয়েছে সেচ, সড়ক এবং সেতু নির্মাণের উদ্যোগ। স্থানীয় গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলের অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় উন্নতি আশা করা হচ্ছে।

২০২১ সালে আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পর দেশটি এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। সে সময় দেশের জিডিপি ২০ দশমিক ৭ শতাংশ হ্রাস পায় এবং ২০২২ সালের শুরুতে তা আরও ৬ দশমিক ২ শতাংশে নেমে আসে। তবে পরবর্তী সময়ে দেশটির অর্থনীতিতে ধীরে ধীরে পুনরুদ্ধারের লক্ষণ দেখা দেয়।

মুদ্রাস্ফীতির দিক থেকেও আফগানিস্তান কিছুটা স্থিতিশীলতা অর্জন করেছে। ২০২২ সালের জুনে যেখানে মুদ্রাস্ফীতি ছিল ১৮ দশমিক ৩ শতাংশ, তা নভেম্বরে কমে দাঁড়ায় ৯ দশমিক ১ শতাংশে। একই সঙ্গে রপ্তানি আয় ২০২১ সালের ৮০০ মিলিয়ন ডলার থেকে মাত্র দুই বছরের মধ্যে বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

আফগান সরকারের একটি বড় পদক্ষেপ ছিল মাদক চাষ নিষিদ্ধ করে কৃষিতে জোর দেওয়া। বিশেষ করে আফিম চাষ প্রায় ৯৫ শতাংশ কমিয়ে জাফরান ও গমের মতো বিকল্প ফসল চাষে উৎসাহ দেওয়া হয়েছে। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

মুদ্রার দিক থেকেও দেশে ডলার ও পাকিস্তানি রুপি ব্যবহারের পরিবর্তে নিজেদের মুদ্রা ‘আফগানি’ ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অর্থ পাচার রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ফলে আফগানি এখন বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে তালেবান সরকার চীনের সঙ্গে একাধিক চুক্তি করেছে। চীনের অন্তত ২০টি কোম্পানি এখন আফগানিস্তানের খনিখাতে কাজ করছে। কৃষি উন্নয়নের অংশ হিসেবে সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বড় পরিসরে চাষাবাদের সুযোগ সৃষ্টি হয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, দীর্ঘ দুই বছর সংকোচনের পর ২০২৫ সালে আফগান অর্থনীতি ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি বিনিয়োগ বাড়লে দেশটি আরও টেকসই অর্থনৈতিক উন্নয়ন দেখতে পারে বলে মত বিশ্লেষকদের।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ