গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত ২১ জনের অধিকাংশই নারী ও শিশু

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৪ ০৯:১৩:১০
গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত ২১ জনের অধিকাংশই নারী ও শিশু
দুর্ভিক্ষের কবলে মৃত্যুপুরী গাজা ছবি: সংগৃহীত

টানা প্রায় দুই বছর ধরে ইসরায়েলের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। সর্বশেষ মঙ্গলবার রাত ও বুধবার ভোরে চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী ও শিশু।

গাজা সিটির একটি আবাসিক ভবনে চালানো হামলায় ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশু এবং দুইজন নারী ছিলেন। একই সময়ে তল আল-হাওয়া এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন। আর তৃতীয় এক হামলায় নিহত হয় তিন শিশু।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের টানা অবরোধ, সহায়তা বন্ধ ও নৈরাজ্য পরিস্থিতির কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে শুধুমাত্র খাদ্য সংগ্রহের চেষ্টায় এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ হতাহতের বেশিরভাগই ঘটেছে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত খাদ্যবিতরণ কেন্দ্রগুলোতে।

এক বিবৃতিতে ১১৫টি মানবাধিকার ও দাতব্য সংস্থা জানিয়েছে, তারা গাজার সাধারণ মানুষ ও কর্মীদের ক্ষয়প্রাপ্ত হতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তা বাধাগ্রস্ত করার নীতিকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছে।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার ইতালির রোমে ইসরায়েলি উপদেষ্টা রন ডারমারের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েলের দাবি, হামাস ও অন্যান্য গোষ্ঠী জনবসতিপূর্ণ এলাকা থেকে হামলা চালানোর কারণে বেসামরিক মানুষের মৃত্যু ঘটছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ বিভিন্ন স্থানে ১২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল সুড়ঙ্গপথ, বিস্ফোরক সংরক্ষণাগার এবং সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে। গাজার যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টির জন্য তারা এই হামলার যুক্তি দেখালেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটির মতে, এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ