আকাশে সংকট, ইউক্রেন হারাল আধুনিক ফরাসি জেট

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১০:৫৭:১৮
আকাশে সংকট, ইউক্রেন হারাল আধুনিক ফরাসি জেট
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন মঙ্গলবার তাদের প্রথম ফরাসি-সরবরাহকৃত Mirage 2000 যুদ্ধবিমান একটি অভিযানের সময় হারিয়েছে। তবে ভাগ্যক্রমে পাইলট নিরাপদে বহির্গমন করতে সক্ষম হয়েছেন—এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফরাসি নির্মিত এই সুপারসনিক জেটগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা জোরদারে সহায়তা করতে এ বছর থেকেই সরবরাহ শুরু করে ফ্রান্স। যদিও যুদ্ধক্ষেত্রে এটি ছিল ইউক্রেনের কাছে একটি শক্তিশালী হাতিয়ার, মঙ্গলবারের দুর্ঘটনায় এটি হারিয়ে কিয়েভকে আরেকটি কৌশলগত ধাক্কা সইতে হলো।

বুধবার ভোরে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "দুঃখজনকভাবে, আমরা একটি যুদ্ধবিমান হারিয়েছি। এটি ছিল একটি ফরাসি Mirage জেট—অত্যন্ত কার্যকর। তবে পাইলট সফলভাবে বিমানের বাইরে বেরিয়ে এসেছেন এবং এটি রাশিয়ানদের দ্বারা গুলি করে ভূপাতিত হয়নি।"

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি রুটিন ফ্লাইট মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “পাইলট উড্ডয়ন পরিচালককে বিমান যন্ত্রাংশের ত্রুটির কথা জানান। এরপর তিনি প্রশিক্ষিত দক্ষতায় জরুরি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপদে বহির্গমন করেন।”

এই দুর্ঘটনা এমন এক সময় ঘটলো যখন ইউক্রেন ক্রমবর্ধমান রুশ হামলার মুখে আকাশ প্রতিরক্ষা ঘাটতিতে ভুগছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর জন্য Mirage 2000 ছিল প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই বিমানগুলো ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রশিক্ষণপ্রাপ্ত ইউক্রেনীয় পাইলট ও প্রকৌশলীদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এগুলো রুশ ইলেকট্রনিক জ্যামিং মোকাবিলায় বিশেষভাবে অভিযোজিত করা হয়েছিল।

দুর্ঘটনাটি যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের আকাশ শক্তি ও প্রতিরক্ষা চ্যালেঞ্জকে আরও স্পষ্টভাবে তুলে ধরলো।

-হাসানুজ্জামান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ