নির্বাচন কমিশন

সাংবাদিকদের জন্য ‘নির্বাচনী গাইডলাইন-২০২৫’ জারি করলো ইসি

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১৯:৫৯:১৩
সাংবাদিকদের জন্য ‘নির্বাচনী গাইডলাইন-২০২৫’ জারি করলো ইসি
ছবিঃ বি এস এস

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের জন্য ‘গণমাধ্যমকর্মীদের নির্দেশিকা-২০২৫’ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার, ২৩ জুলাই এই নির্দেশিকা জারি করা হয়, যা ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে প্রকাশিত হয় বলে জানিয়েছেন ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক।

নির্দেশিকায় বলা হয়েছে, ইসির অনুমোদিত পাস কার্ডধারী সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন। তবে কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে জানিয়ে তাদের তথ্য সংগ্রহ, ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে হবে। গোপন ভোটকক্ষের ভেতরে ছবি বা ভিডিও তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

একই কেন্দ্রে একসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না এবং একজন সাংবাদিক সর্বোচ্চ ১০ মিনিটের বেশি সময় কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। ভোটগ্রহণ কর্মকর্তাদের, এজেন্টদের বা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া যাবে না।

লাইভ সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ কেন্দ্রের ভেতর থেকে। যদি জরুরি প্রয়োজন হয়, তাহলে সেটি কেন্দ্রের বাইরে নিরাপদ দূরত্ব থেকে করতে হবে। ভোটের পরিবেশ বা প্রক্রিয়া বিঘ্নিত হয়—এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।

ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে পর্যবেক্ষণ ও ছবি তুলতে পারবেন, তবে গণনার কক্ষে থেকেও সরাসরি সম্প্রচার করা যাবে না। একই নিষেধাজ্ঞা ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও প্রযোজ্য।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, গণমাধ্যমকর্মীরা কোনোভাবেই ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তাদের কাজে বাধা দিতে পারবেন না, নির্বাচনসামগ্রী স্পর্শ কিংবা সরিয়ে নিতে পারবেন না এবং কোনো প্রকার প্রভাব বিস্তার বা প্রচারণায় অংশ নিতে পারবেন না।

গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই তারা নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিবিধানের আওতায় থেকেই কাজ করতে পারবেন।

এ নির্দেশিকাগুলো জাতীয় সংসদ, উপনির্বাচন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন—সবক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নির্বাচনের এক সপ্তাহ আগে নির্বাচনী এলাকা অনুযায়ী ইসি সচিবালয় এবং রিটার্নিং কর্মকর্তারা অনুমোদিত গণমাধ্যমকর্মীদের পাস কার্ড ও যানবাহনের স্টিকার সরবরাহ করবেন।

সাংবাদিকদের চলাচলের জন্য মোটরসাইকেল ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। তবে এর জন্য নিয়োগপত্র, প্রেস আইডি, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।

এছাড়া, অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য ইসি পরিচয়পত্র ও স্টিকার প্রদান করবে।

-সুত্রঃ বি এস এস

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ