চোখের আচরণ নিয়ে যা বলছে বিজ্ঞান তা কোরআন বলেছে বহু আগে!

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১১:১৭:২৮
চোখের আচরণ নিয়ে যা বলছে বিজ্ঞান তা কোরআন বলেছে বহু আগে!
ছবি: সংগৃহীত

চোখ শুধু অনুভূতির জানালা নয়, বরং মনের গোপন ভাষাও প্রকাশ করে—এমনটাই বলছে আধুনিক বিজ্ঞান। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, মানুষের চোখের পিউপিল বা মনি শুধু আলোর তারতম্যে নয়, মনের আবেগ ও মানসিক অবস্থার ওপর ভিত্তি করেও বদলায়।

চোখের এই প্রতিক্রিয়া এতটাই নিখুঁত যে একজন ব্যক্তি সত্য বলছেন, না মিথ্যা—তা বোঝা সম্ভব তার চোখের পিউপিল দেখে। উত্তেজনা, ভয় বা চাপের সময় চোখের পিউপিল বড় হয়ে যায়, আর শান্ত মনের অবস্থায় তা স্বাভাবিক বা ছোট থাকে। এ প্রক্রিয়াকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় Mydriasis (পিউপিল বড় হওয়া) এবং Miosis (পিউপিল ছোট হওয়া)। এই প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় মানবদেহের Autonomic Nervous System দ্বারা, যা অনিচ্ছাকৃত শারীরিক কাজগুলো পরিচালনা করে।

বিজ্ঞান বলছে, যখন কেউ মিথ্যা বলেন, তখন শরীরের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এই উদ্বেগ Sympathetic Nervous System কে সক্রিয় করে, ফলে চোখের পিউপিল বড় হয়ে যায়। অন্যদিকে, শান্ত অবস্থায় সক্রিয় হয় Parasympathetic Nervous System, যার ফলে পিউপিল ছোট হয়। এই পরিবর্তন মানুষ ইচ্ছা করেও নিয়ন্ত্রণ করতে পারে না।

এখানেই বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সঙ্গে মিলে যায় ধর্মীয় বাণী। ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআনের সুরা মুমিন-এর ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে:"নিশ্চয়ই আল্লাহ চোখের চুরি সম্পর্কেও জানেন এবং যা কিছু অন্তরে গোপন রাখা হয় সেটাও।"

এই আয়াতের "চোখের চুরি" বলতে অনেকে বোঝেন সেই গোপন দৃষ্টি, যা পরনারী বা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়—যা দৃষ্টির মাধ্যমে শুরু হয়ে অন্তরের বাসনাতে রূপ নেয়। অনেক সময় ব্যক্তি মুখে কিছু না বললেও তার চোখ বলে দেয় অভিপ্রায়।

তাফসীরবিদদের ব্যাখ্যায়, এই দৃষ্টি যদি ক্ষণিক হয়, তবে তা শাস্তিযোগ্য নয়; কিন্তু যদি তা পরিকল্পিতভাবে বারবার ঘটে, তবে তা গুনাহ হিসেবে বিবেচিত হয়।

চোখের আচরণ যে এত সূক্ষ্ম ও নির্ভুলভাবে মানুষের মনের অবস্থা প্রকাশ করে, তা আজ বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা সম্ভব। আর বিস্ময়করভাবে, এই জ্ঞান ১৪০০ বছর আগেই কোরআনে ইঙ্গিত করা হয়েছিল।

এই সত্য আমাদের মনে করিয়ে দেয়—চোখ শুধু দৃষ্টি দেয় না, বরং মনের অদৃশ্য কথাগুলোর সাক্ষী হয়ে দাঁড়ায়।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ