মাইলস্টোন দুর্ঘটনা

“ভুয়া তথ্য শেয়ার করবেন না”—শিল্পীদের উদ্দেশে কড়া বার্তা ফারুকীর

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ০৯:১০:১৬
“ভুয়া তথ্য শেয়ার করবেন না”—শিল্পীদের উদ্দেশে কড়া বার্তা ফারুকীর
উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভুয়া তথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, এমন সংকটময় মুহূর্তে দেশের মানুষ শিল্পীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারুকী জানান, দেশের কয়েকজন পরিচিত অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক তাদের প্রোফাইল থেকে মিথ্যা তথ্য শেয়ার করেছেন। পোস্টগুলোর মধ্যে একটি ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে, যদিও পরে তা মুছে ফেলা হয়েছে।

তিনি লেখেন, “একটি পোস্টে বলা হয়েছে, মাইলস্টোন স্কুলের প্রায় ৪৬ জন শিক্ষার্থী নিখোঁজ। এমন অবিশ্বাস্য তথ্য কীভাবে কেউ ভুল করে শেয়ার করতে পারে? নাকি এটা কোনো সম্মিলিত উদ্যোগ ছিল?” এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

ফারুকী আরও বলেন, “কে কোথায় ছিল, কার কী হয়েছে—সবই রেকর্ডে আছে। কাজেই অনুগ্রহ করে এমন বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে কোনো কিছু শেয়ার করবেন না। এতে মানুষ আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।”

এদিকে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ