ডিএসই’র সতর্কবার্তা বিনিয়োগকারীদের জন্য

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১০:৫৬:৫৮
ডিএসই’র সতর্কবার্তা বিনিয়োগকারীদের জন্য

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড-এর শেয়ার দরে অস্বাভাবিক উত্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পুঁজিবাজারে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিনিয়োগ ঝুঁকি বাড়াতে পারে উল্লেখ করে বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

ডিএসই সূত্রে জানা গেছে, সমতা লেদারের শেয়ার দর গত এক মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের ২৪ জুন কোম্পানিটির প্রতি শেয়ারের মূল্য ছিল ৫৪ টাকা ৫০ পয়সা। এক মাসের ব্যবধানে, ২২ জুলাই লেনদেন শেষে সেটি বেড়ে দাঁড়ায় ৭০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ, মাত্র এক মাসে শেয়ারের দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা, যা শতাংশের হিসাবে ৩০ শতাংশেরও বেশি বৃদ্ধি।

এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়। জবাবে সমতা লেদার জানিয়েছে, কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information – PSI) নেই, যা এই দর বৃদ্ধির পেছনে থাকতে পারে। অর্থাৎ, কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক প্রতিবেদন বা ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এমন মূল্যবৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা নেই।

ডিএসইর পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ধরনের অপ্রত্যাশিত দরবৃদ্ধি অনেক সময় গুজব, কৃত্রিম চাহিদা সৃষ্টি বা বাজারে একচেটিয়া লেনদেনের মাধ্যমে ঘটতে পারে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ অবস্থায় যথাযথ তথ্য যাচাই না করে বা সঠিক বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে কোম্পানির মৌলিক ভিত্তি, আর্থিক অবস্থা ও বাজারে এর অবস্থান মূল্যায়ন করেই বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত। অস্বাভাবিকভাবে মূল্য বাড়া বা কমার ঘটনা পুঁজিবাজারে প্রায়ই দেখা যায়, যার পেছনে অনেক সময় থাকে চক্রবদ্ধ লেনদেন বা গুজব-নির্ভর প্রবণতা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ