রেকর্ড ডেট শেষে শেয়ারবাজার লেনদেনে ফিরলো দুই কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১০:৫০:১৫
রেকর্ড ডেট শেষে শেয়ারবাজার লেনদেনে ফিরলো দুই কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ তালিকাভুক্ত দুইটি কোম্পানি, ফার্স্ট ফাইন্যান্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রেকর্ড ডেট-পরবর্তী বিরতির পর আবারও শেয়ার লেনদেনে ফিরেছে। বুধবার (২৩ জুলাই) থেকে পুনরায় তাদের শেয়ারের লেনদেন শুরু হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার (২২ জুলাই) কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সাময়িকভাবে বন্ধ ছিল। পুঁজিবাজারে প্রচলিত নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেট এমন একটি নির্দিষ্ট দিন, যেদিন যারা কোম্পানির শেয়ার ধারণ করেন, তারাই পরবর্তী সময়ে ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন।

ফার্স্ট ফাইন্যান্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার ছিল সেই রেকর্ড ডেট, অর্থাৎ যেসকল বিনিয়োগকারীর নামে ওইদিন কোম্পানির শেয়ার রেকর্ডে ছিল, তারাই নির্ধারিত লভ্যাংশ পাওয়ার অধিকারী হবেন।

রেকর্ড ডেটের পরদিন থেকেই এসব কোম্পানির শেয়ার আবার নিয়মিতভাবে স্টক এক্সচেঞ্জে লেনদেনযোগ্য হয়। বাজার বিশ্লেষকদের মতে, রেকর্ড ডেটের আগে-পরে শেয়ারদরের কিছুটা ওঠানামা হলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিয়মিত ও প্রত্যাশিত প্রক্রিয়া।

-শরিফুল, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ