মাইলস্টোন দুর্ঘটনা

মা-বাবার চোখের সামনে যন্ত্রণায় কাতর যমজ শিশু

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ০৯:২৩:২৯
মা-বাবার চোখের সামনে যন্ত্রণায় কাতর যমজ শিশু
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যমজ বোনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছে কুমিল্লার দুই যমজ শিশু সারিনা জাহান ও সাইবা জাহান। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তারা আশঙ্কামুক্ত।

দগ্ধ দুই বোন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা এবং উত্তরায় ব্যবসায়ী ইয়াছিন মজুমদারের মেয়ে। সারিনা ও সাইবা যথাক্রমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রী।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলে থাকা অনেক শিক্ষার্থী হতাহত হয়। এ সময় সারিনা ও সাইবা দগ্ধ হয়। তাদের শরীরের যথাক্রমে ২০ ও ৮ শতাংশ পুড়ে যায়।

শিশুদের বাবা ইয়াছিন মজুমদার বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই স্ত্রীর সঙ্গে স্কুলে গিয়ে সন্তানদের খুঁজতে থাকি। পরে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে চিকিৎসাধীন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমাদের সন্তানরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে।”

উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এই মর্মান্তিক ঘটনার রেশ এখনো কাটেনি। আহতদের চিকিৎসা চলছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ