মাইলস্টোন দুর্ঘটনা

‘ভাইয়া, আমাকে ধরে রাখো’—এই কথায় বেঁচে গেল আলবীরা

জাতীয় ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ১১:০৪:৩৭
‘ভাইয়া, আমাকে ধরে রাখো’—এই কথায় বেঁচে গেল আলবীরা
ছবি: সংগৃহীত

ক্লাস চলছিল স্কুলে। ছুটির ঘণ্টা বাজার আগমুহূর্তেই ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। হঠাৎ আকাশ থেকে আগুনের গোলার মতো একটি প্রশিক্ষণ বিমান এসে পড়ে স্কুল ভবনে। মুহূর্তেই বিস্ফোরণ, চারদিকে ধোঁয়া, চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

ওই সময় স্কুল ভবনের ভেতরে ছিল ১০ বছরের ছোট্ট মেয়ে রুবাইদা নূর আলবীরা। সে বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মো. জসিম উদ্দিন ও নাহিদা ইসলাম দম্পতির মেয়ে। পড়ত রাজধানীর মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু হয়। সেই ভয়াল মুহূর্তে আলবীরা একজন সিনিয়র শিক্ষার্থীর হাতে ধরে বলেছিল, “ভাইয়া, আমাকে একটু ধরে রাখো। আমি পড়ে যাচ্ছি।” সেই সহপাঠীর সহায়তাতেই প্রাণে রক্ষা পায় সে।

দুর্ঘটনায় গুরুতর আহত হলেও আলবীরা প্রাণে বেঁচে গেছে। আগুনে তার শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। মুখেও এসেছে গভীর ক্ষত। দ্রুত বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষমেশ ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

মঙ্গলবার সকালে তার হাতে অস্ত্রোপচার এবং মুখে প্লাস্টিক সার্জারি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে সে শঙ্কামুক্ত। বর্তমানে সে হাসপাতালে ৫২০ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর বেডে চিকিৎসাধীন।

আলবীরার বাবা জসিম উদ্দিন বলেন, “আমার মেয়ে বেঁচে আছে আল্লাহর অশেষ রহমতে। ওর সাহস আর উপস্থিত বুদ্ধি আমাদের গর্বিত করেছে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন আবার আগের মতো স্কুলে ফিরতে পারে।”

আলবীরার সহপাঠী, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা এখন তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ