এসএসসি পাশেই সরকারি চাকরি! পুলিশে কনস্টেবল নিয়োগ চলছে

চাকরি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ২৩ ০৯:৫৯:৪৪
এসএসসি পাশেই সরকারি চাকরি! পুলিশে কনস্টেবল নিয়োগ চলছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার সুযোগ নিয়ে এসেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে পুরুষ ও নারী প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুলাই ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যোগ্যতা ও শারীরিক মানদণ্ড

এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি (বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি (বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি) হতে হবে। পুরুষদের বুকের মাপ হতে হবে ৩১-৩৩ ইঞ্চি (বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি)। দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।

চাকরির ধরন ও শর্ত

এটি একটি স্থায়ী সরকারি চাকরি। নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা হলে আবেদনযোগ্য হবেন না। চাকরির স্থান হতে পারে দেশের যেকোনো স্থানে।

বেতন কাঠামো ও বয়সসীমা

নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা স্কেলে। প্রার্থীর বয়স ২০২৫ সালের ২৪ জুলাই তারিখে অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে। আবেদন করতে হবে নির্ধারিত ফরম পূরণ করে। আবেদনের সঙ্গে প্রার্থীকে অবশ্যই ৩০০x৩০০ পিক্সেলের ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে ৪০ টাকা আবেদন ফি জমা দিতে হবে, যা ফেরতযোগ্য নয়।

প্রার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই যারা পুলিশে ক্যারিয়ার গড়তে আগ্রহী, এখনই তৈরি হয়ে যান।

সূত্র: যুগান্তর

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ