এক এনআইডিতে সর্বোচ্চ যে কয়টি সিম নিতে পারবে!

ব্যক্তিগত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সিম ব্যবস্থাপনায় নতুন সীমা নির্ধারণ করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন।
শনিবার (২৪ মে) বিটিআরসি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিশন জানায়, আন্তর্জাতিক মানদণ্ড, সাইবার নিরাপত্তা, অপরাধ দমন এবং দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে যাদের নামে ১০টির বেশি সিম সক্রিয় রয়েছে, তাদের প্রায় ৬৭ লাখ সিম নিষ্ক্রিয় বা ডি-রেজিস্টার করা হবে।
২০১৭ সালের অক্টোবরে প্রথমবারের মতো একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করা হয়। পরবর্তীতে, ২০২২ সালে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয় এবং একটি লটারি পদ্ধতিতে নির্ধারিত সংখ্যার বেশি সিম বাতিল করা হয়।
নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় ২৬ লাখ গ্রাহক সরাসরি প্রভাবিত হবেন বলে জানিয়েছে বিটিআরসি। সংস্থাটি আরও জানিয়েছে, গ্রাহকদের পছন্দের নম্বর রাখার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনে সিম স্থানান্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “সিম ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা আনার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড, সিম ক্লোনিং, এবং অপরিচিত নম্বর থেকে প্রতারণা প্রতিরোধ সহজ হবে। এটি দেশের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”
এই নতুন নীতিমালা অনুযায়ী, ভবিষ্যতে সিম নিবন্ধন ও ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি আনা হতে পারে বলেও আভাস দিয়েছে বিটিআরসি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- জবি’র সাবেক অধ্যাপক আনোয়ার বেগম হত্যাচেষ্টা মামলায় সুত্রাপুরে আটক
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"
- জেনে নিন ঈদের ছুটিতে কোন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে
- ভারত-পাকিস্তান সংঘাতের পর চীনের পুরস্কার