এবার মোদিকে শাসালেন ট্রাম্প, ভারতে বিরোধীদের তীব্র সমালোচনা: কি বললো ট্রাম্প?

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ১৬ ২১:৪৫:৫৩
এবার মোদিকে শাসালেন ট্রাম্প, ভারতে বিরোধীদের তীব্র সমালোচনা: কি বললো ট্রাম্প?

সত্য নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হস্তক্ষেপে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি হলেও এতে প্রধান বিরোধী দলগুলো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে। ভারতের বিরোধী দলগুলো দাবি করেছে, ট্রাম্পের ধমক ও বাণিজ্য হুমকির কারণে সরকার নীরব থেকে গেছে এবং জাতীয় স্বার্থে আপস করেছে।

ট্রাম্পের একের পর এক মন্তব্যে ভারত নতুন রাজনৈতিক সংকটের মুখে। একদিকে তিনি বলছেন, ভারত যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দিতে চায়, অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ভারতে উৎপাদন থেকে বিরত থাকার আহ্বান জানান। এসব বক্তব্য ভারতের সরকার এবং বিরোধী মহলে তোলপাড় সৃষ্টি করেছে।

লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। সেখানে পহেলগাঁও, অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি তোলা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই সুরে বলেন, “ভারতের জাতীয় সম্মানের সঙ্গে আপস হয়েছে” এবং ট্রাম্পের হুমকি ঠেকাতে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যা প্রয়োজন।

বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটনে আলোচনায় থাকাকালীন ট্রাম্প দাবি করছেন ভারতকে বাণিজ্য ও নিরাপত্তায় “শিক্ষা দিতে” হবে। এই অবস্থায় আরজেডি, শিবসেনা ও কংগ্রেসসহ বিরোধী দলগুলো ভারতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য শক্ত অবস্থান নেয়ার ডাক দিচ্ছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর দল বিজেপি ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে অনীহা প্রকাশ করেছে। মোদির দলীয় সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত ট্রাম্পের প্রশংসা করে একটি পোস্ট দিয়েছিলেন, যা পরে মুছে দেওয়া হয়।

বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের হস্তক্ষেপ ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছে। বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “ভারত আঞ্চলিক প্লেয়ার থেকে বিশ্ববাজারে ওঠার চেষ্টা করছিল, ট্রাম্প তা এক হাতেই ব্যাহত করে দিয়েছেন।”

অন্য প্রভাবশালী সাংবাদিক শরদ গুপ্তা মন্তব্য করেছেন, “১৯৭১ সালের মতো এখন ভারত সরকার সহজে কোনো বিদেশি চাপ মানতে নারাজ ছিল, কিন্তু বাণিজ্য হুমকির কারণে এবার পিছু হটতে বাধ্য হল।”

ট্রাম্পের এই আচরণকে ভারতের জন্য একটি বড় আন্তর্জাতিক নীতি সংকট বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এতে দেশের স্বার্থ ও মর্যাদার প্রশ্ন উঠেছে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

লেনদেনের শীর্ষ দশে যেসব শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছিল কিছুটা চাঙা। এই দিনে লেনদেনের... বিস্তারিত