উত্তরা হবে ‘গ্রিন বেল্ট’: তিন মাসে লাগানো হবে ৫ লাখ গাছ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রাজধানীর উত্তরা অঞ্চলকে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব ‘গ্রিন বেল্ট’ বা সবুজ বেষ্টনীর আওতায় আনতে পাঁচ লাখ গাছ রোপণের বৃহৎ বনায়ন কর্মসূচি শুরু করেছে। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বায়ুদূষণ হ্রাসে এই পদক্ষেপকে যুগোপযোগী ও টেকসই উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নগরবাসীর জন্য বাসযোগ্য, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার অংশ হিসেবে চলতি বর্ষা মৌসুমজুড়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিন মাসব্যাপী এই অভিযানে সড়কের বিভাজক, পার্ক, খেলার মাঠ, খালপাড়, কবরস্থান এবং নিম্নআয়ের মানুষের বসবাসরত এলাকাসমূহে গাছ রোপণ করা হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) উত্তরা তৃতীয় পর্যায়ের ১৫ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকায়, ৫ নম্বর ব্রিজ সংলগ্ন ৪ নম্বর লেকপাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক। সেখানে স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন ও করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘‘শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই কমিউনিটি-নির্ভর অংশগ্রহণ, যেন পরিবেশ সুরক্ষায় নগরবাসী নিজেদের মালিকানার অংশীদার মনে করে। এই ‘কমিউনিটি ওনারশিপ’ তৈরি করাই আমাদের লক্ষ্য।’’
অনুষ্ঠানে ডিএনসিসির সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত ছিল আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস। তাদের অর্থায়ন ও সহায়তায় ওইদিন ৫০০টি দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হয়। এসব গাছের মধ্যে ছিল হিজল, বট, কদম, কৃষ্ণচূড়া, ডুমুর, ছাতিম, জাম, জামরুল, নিম ও অর্জুন যেগুলো বিশেষভাবে খাল ও নদীপাড়ে রোপণের উপযোগী।
প্রশাসক এজাজ বলেন, ‘‘ঢাকার ভেতরে একসময় পাঁচটি নদী প্রবাহিত হতো। এর মধ্যে কনাই নদীর শাখা খিদির খালকে টঙ্গী খালের সঙ্গে যুক্ত করে পুনরায় প্রবাহিত করা হয়েছে। এটি শহরের প্রাকৃতিক জলধারা পুনরুদ্ধারের একটি পদক্ষেপ।’’ তিনি আরও উল্লেখ করেন, পরিকল্পিতভাবে খাল ও নদীর দুই পাশে গাছ লাগানো হলে প্রায় ৫০০ কিলোমিটার এলাকা সবুজে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে নগরী আরও জলবায়ু সহনশীল হয়ে উঠবে এবং জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিএলসির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও সিএসআর প্রধান ফারহানা শারমিন, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
পরিকল্পনা অনুযায়ী, রোপিত চারাগুলোর পরিচর্যার দায়িত্বও গ্রহণ করেছে গ্রিন সেভারস। বক্তারা আশা প্রকাশ করেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি কেবল পরিবেশ সংরক্ষণের একটি মডেল নয়, বরং আগামী প্রজন্মের জন্য টেকসই একটি নগর ব্যবস্থাপনার দৃষ্টান্ত হয়ে উঠবে।
গুলি না করতে আকুতি, তবুও নিহত হলেন সাংবাদিক তুরাব: মর্মস্পর্শী সাক্ষ্য ট্রাইব্যুনালে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাদেক দস্তগীরকে হাত উঁচিয়ে গুলি না করার অনুরোধ করেছিলেন সেখানকার স্থানীয় দৈনিক ‘একাত্তরের কথা’র ফটোসাংবাদিক মো. মোহিদ হোসেন। তারপরও পুলিশ গুলি চালায়, এবং সেই গুলিতে মারা যান সিলেটের সাংবাদিক এ টি এম তুরাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেওয়ার সময় মোহিদ হোসেন এসব কথা বলেছেন।
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মোহিদ হোসেন ৩০তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন।
জবানবন্দিতে মোহিদ হোসেন বলেন, গত বছরের ১৯ জুলাই দেশজুড়ে বিএনপির গায়েবানা জানাজার কর্মসূচি ছিল। সিলেটের মধুবন পয়েন্টের কাছে কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত সেই জানাজায় তিনি সংবাদ সংগ্রহের জন্য যান। জানাজা শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জিন্দাবাজারের দিকে যাওয়ার সময় পুলিশ পেছন দিক থেকে অতর্কিতে গুলিবর্ষণ করে।
মোহিদ হোসেন বলেন, “আমি হাত উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে বলছিলাম, দস্তগীর ভাই (এডিসি), আমরা সাংবাদিক, আমাদের গুলি কইরেন না। তারপরও পুলিশ গুলি ছুড়তে থাকে।”
পুলিশের গুলিতে তার সহকর্মী দৈনিক জালালাবাদ ও দৈনিক নয়াদিগন্তের ফটোসাংবাদিক আবু তোরাব গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। মোহিদ হোসেন তাকে রিকশায় ও পরে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন চিকিৎসায় বাধা দেওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
মোহিদ হোসেন অভিযোগ করেন, পুলিশের সাবেক এডিসি সাদিক কাউসার দস্তগীর, কোতোয়ালি থানার সাবেক এসি মিজানুর রহমান, কোতোয়ালি থানার সাবেক ওসি মহিউদ্দিনসহ আরও অনেকে গুলিবর্ষণ করেন।
/আশিক
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন।
সেনাপ্রধান গত ২০ আগস্ট সরকারি সফরে চীনে গিয়েছিলেন এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। রীতি অনুযায়ী, কোনো সেনাপ্রধান বিদেশ সফরে গেলে ফিরে আসার পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সেই বিষয়ে অবহিত করতে হয়। সূত্র অনুযায়ী, সাক্ষাৎকালে সেনাপ্রধান রাষ্ট্রপতিকে তার চীন সফর সম্পর্কে জানান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চীন সফরকালে জেনারেল ওয়াকার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুই সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত রোববার সেনাপ্রধান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছিলেন।
/আশিক
বিএনপি-জামায়াতের পর এবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক ড. ইউনূসের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এর আগে গতকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন, “কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, তাহলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।”
/আশিক
জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, দাবি ও প্রত্যাশা: জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একদিনে তিনটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি—প্রতিটি দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের উদ্বেগ, দাবি ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে।
চাঁদাবাজি দমনে ব্যর্থতার অভিযোগ তুলল জামায়াত
বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, “চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কীভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করবে, তা নিয়ে আমরা শঙ্কিত।”তিনি অভিযোগ করেন, আগে একদল বাসস্ট্যান্ড দখল করত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে, অথচ সরকার কোনো ভূমিকা নেয়নি।
তাহের আরও বলেন, প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কার্যকারিতা নিয়ে তাঁদের দ্বিমত রয়েছে। তিনি দাবি করেন, “সরকার লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে—এটি নজিরবিহীন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।”
জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রসঙ্গেও জামায়াত নেতারা সরকারের কাছে দাবি উত্থাপন করেছেন। তাঁদের মতে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করায় জাতীয় পার্টির বিরুদ্ধেও একই সিদ্ধান্ত হওয়া উচিত।
গণপরিষদ নির্বাচনের দাবি তুলল এনসিপি
এর আগে এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের বলেন, “জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি রক্ষার জন্য আগামী নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। এর মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে দীর্ঘ রাজনৈতিক সংকট ও একক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ধারা থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
এনসিপি আরও দাবি তোলে—
- গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা
- প্রবাসে আটক সমর্থকদের দেশে ফিরিয়ে আনা
- গুম কমিশনের প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া
- নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কার্যকর ভূমিকা রাখা
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবিও প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছেন এনসিপি নেতারা।
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: বিএনপির আশ্বাস
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, “আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে একমত। দেশবাসী আশ্বস্ত থাকতে পারে।”
তিনি অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায়। তবে নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন।
জামায়াত নেতার লন্ডন বৈঠক নিয়ে মন্তব্যের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার পূর্ণ অধিকার রয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার।”
একই দিনে জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিভিন্ন দলের শঙ্কা ও প্রত্যাশা শুনেছেন। নির্বাচনকে ঘিরে এখনো রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা, সন্দেহ ও দাবি–দাওয়ার বহর থাকলেও প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এখন—জনআস্থার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।
যারা নির্বাচনের বিকল্প ভাবে, তারা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই এবং কেউ যদি বিকল্প নিয়ে ভাবে, তাহলে তা হবে ‘এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’ রবিবার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে স্পষ্টভাবে জানিয়েছেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। বৈঠকে তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বৈঠকের মাঝখানে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করেন।
শফিকুল আলম আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন।
জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন।
নুরের ওপর হামলার সুষ্ঠু বিচার হবে, আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ
নুরের ওপর হামলার সুষ্ঠু বিচার হবে: আশ্বাস দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদজাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখে এসে তিনি এই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদের পক্ষের শক্তিদের আশ্রয় দিতেই একটি পক্ষ গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে।” তিনি জাতীয় পার্টিকে চিহ্নিত ফ্যাসিবাদী শক্তি বলে উল্লেখ করেন। তার মতে, জাতীয় পার্টি তাদের ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হকের ওপর এই ন্যক্কারজনক হামলা করেছে।
তিনি আরও বলেন, এই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং নুরুল হকের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে আইনি নোটিশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা (পিআর) পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন বরাবর রেজিস্ট্রি ডাকযোগে ও ই-মেইলে এই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য সরকারকে অবিলম্বে সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকেও প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। নোটিশে আরও বলা হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে।
নোটিশে বলা হয়, বর্তমান নির্বাচনব্যবস্থায় জনগণের ভোট সঠিকভাবে প্রতিফলিত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কমসংখ্যক ভোট পেয়েও প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন। অন্যদিকে, বিপুলসংখ্যক ভোট কোনোভাবেই সংসদে প্রতিফলিত হচ্ছে না। এতে জনগণের ভোটের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে এবং সংসদে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটছে না।
পিআর পদ্ধতি সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো অনেক উন্নত গণতান্ত্রিক দেশে সফলভাবে চালু আছে।
/আশিক
নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, জাতির বৃহত্তর স্বার্থে তা ধরে রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, ঐক্যে ফাটল ধরলে ‘দোসররা’ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি আছে। তবে এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করবেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বিকেল ৩টার সময় বিএনপির সঙ্গে, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হবে।”
/আশিক
জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার পাশাপাশি নুরুল হকের ওপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রবিবার আলাদাভাবে বৈঠক করবেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে। বৈঠকগুলো প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হওয়ার কথা।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, যখন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে সেনা ও পুলিশ সদস্যরা লাঠিপেটা চালায় এবং এতে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে দেশের প্রায় সব রাজনৈতিক দলই বিবৃতি দিয়েছে, আর অন্তর্বর্তী সরকারও দ্রুত বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকের সময়সূচি ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আমন্ত্রণ তাঁরা গ্রহণ করেছেন। তবে একই সময়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় সময় সমন্বয়ের অনুরোধ জানানো হতে পারে। অন্যদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এবং বৈঠকে চলমান রাজনৈতিক সঙ্কট নিয়েই মূলত আলোচনা হবে। জামায়াতে ইসলামী থেকেও বৈঠকে উপস্থিতির নিশ্চয়তা দেওয়া হয়েছে, যদিও আলোচনার নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে তাঁরা মুখ খুলতে চাননি।
এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, আলোচনায় জাতীয় পার্টির (জাপা) ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলাপ হতে পারে। সমালোচকদের মতে, জাপা একদিকে অতীতে সামরিক শাসনের সহযোগী ছিল, অন্যদিকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। গণ অধিকার পরিষদ ইতোমধ্যেই দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এ বিষয়ে আইনগত পর্যালোচনা চলছে।
রাজনৈতিক সঙ্কটের পাশাপাশি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আসন্ন জাতীয় নির্বাচন সময়মতো— অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে— অনুষ্ঠিত হবে কি না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং জনগণের ইচ্ছার বিপরীতে কোনো শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে জুলাই সনদের সংস্কার নিয়ে ঐকমত্য গঠনের প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। বিএনপি চায় সাংবিধানিক সংস্কারগুলো নির্বাচনের পরবর্তী সংসদে কার্যকর হোক। বিপরীতে জামায়াতে ইসলামী ও এনসিপি চাইছে নির্বাচনের আগেই সংস্কার কার্যকর করা হোক এবং সেই ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কমিশনের নেপথ্য আলোচনায়ও স্পষ্ট হয়েছে, এই মতভেদই ঐকমত্য তৈরির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, আজকের বৈঠক তিন দলের সঙ্গে নতুন করে আলোচনার দরজা খুললেও জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা ও সমঝোতার মনোভাবই শেষ পর্যন্ত নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ।
পাঠকের মতামত:
- গুলি না করতে আকুতি, তবুও নিহত হলেন সাংবাদিক তুরাব: মর্মস্পর্শী সাক্ষ্য ট্রাইব্যুনালে
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাপ্রধান
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ১ সেপ্টেম্বর শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মোদি-পুতিন একসঙ্গে গাড়িতে: ট্রাম্পের শুল্কের মুখে ভারত-রাশিয়ার নতুন বার্তা
- বিএনপি-জামায়াতের পর এবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক ড. ইউনূসের
- ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে মৃতের সংখ্যা ৬২২, আহত হাজার ছাড়াল
- সিটি ব্যাংকের পরিচালকের বড় ঘোষণা
- নগদের পরিবর্তে স্টক লভ্যাংশ ঘোষণা যে কোম্পানির
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক আর্থিক ফলাফল প্রকাশ
- ইসলামী ব্যাংক প্রকাশ করলো দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল
- সাত দিনের জন্য ভিন্ন নিয়মে লেনদেন শুরু
- প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন
- চুল পড়া কমাতে চাইলে খাদ্যতালিকায় রাখুন ৫ ভিটামিন
- বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সারজিসের বিশেষ বার্তা
- শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব ইস্যুতে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- মোদির চীন সফরের মধ্যেই ভারতকে নিশানায় ট্রাম্পের উপদেষ্টা
- পূর্ব আফগানিস্তানে এক রাতের ভয়াবহতা, কাঁপছে সীমান্তবর্তী প্রদেশগুলো
- আবু উবাইদার মৃত্যু নিয়ে দ্বন্দ্ব- ইসরায়েলের দাবি, হামাসের নীরবতা
- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কর্মসূচি, ইতিহাস ও নেতৃত্বের বার্তা
- পিনাকি গং-এর কৌশলগত প্রচারণা: বিএনপির বিভাজন ও ডানপন্থার উত্থান
- প্রাসাদ ষড়যন্ত্র ও বাংলাদেশে রাজনীতির বিপদসংকেত
- জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা, দাবি ও প্রত্যাশা: জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- নীরব ঘাতক স্ট্রোক, যে চারটি লক্ষণ দেখলে দ্রুত পদক্ষেপ নিতে হবে
- যারা নির্বাচনের বিকল্প ভাবে, তারা জাতির জন্য বিপজ্জনক: প্রধান উপদেষ্টা
- নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান
- শেখ হাসিনার মামলার বিচার শেষ পর্যায়, রায় শীঘ্রইে
- কোপানোর পর দুই শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয় ছাদ থেকে: চবিতে নারকীয় হামলা
- চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে: ড. তাহের
- ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাসের মুখপাত্র আবু উবাইদা
- চবিতে হামলায়, প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে কাঁদলেন উপ-উপাচার্য
- একাদশ শ্রেণিতে ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদন বাতিল
- প্রেমিকার ফোন ব্যস্ত, রাগে বিদ্যুতের লাইন কেটে দিলেন প্রেমিক
- আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
- ফ্যাসিস্ট আমলেও এমন হামলা হয়নি’: নুরের স্ত্রী মারিয়া নুর
- নুরের ওপর হামলার সুষ্ঠু বিচার হবে, আশ্বাস দিলেন উপদেষ্টা আসিফ
- জামালপুরে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
- আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান: আমীর খসরু
- পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে আইনি নোটিশ
- বিএনপি থেকে বহিষ্কার হলেন উদয় কুসুম বড়ুয়া
- উন্নতি হচ্ছে নুরুল হক নুরের: কথা বলছেন ও তরল খাবার খাচ্ছেন
- চ্যাটবটের সঙ্গে ভুলেও শেয়ার করবেন না যে ১০টি তথ্য
- প্রধান উপদেষ্টার বাসভবনে জামায়াত: নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক
- বুয়েটে কেউ পাত্তা দিত না: ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন অপি করিম
- প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এনসিপি নেত্রীর বিস্ফোরক মন্তব্য
- নুরের ওপর হামলা ‘পূর্ব পরিকল্পিত’, মেরে ফেলার উদ্দেশ্য ছিল: রিজভী
- চবি ক্যাম্পাসে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ
- ৩১ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- ডিএসই প্রকাশ করল নতুন মার্জিন ঋণযোগ্য সিকিউরিটিজ তালিকা
- জ্ঞান ফিরেছে নুরুল হক নুরের
- "জাতীয় নাগরিক পার্টি আসলে ইউনূসের দল, জামায়াতই দেশ চালাচ্ছে"
- ২৭ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ২৬ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৭ আগস্টের বন্ড মার্কেট আপডেট: কিছু বন্ডে দরপতন, বেশিরভাগই স্থবির
- মাহফুজ আলমের উপস্থিতিতে নিউইয়র্কে কনস্যুলেটে আওয়ামী সহিংসতা, নিন্দার ঝড়
- ২৬ আগস্ট শেয়ারবাজারে দরপতনের শীর্ষ ১০ শেয়ার
- নাইজেরিয়ার বাজারে ডেরিকা: টমেটো পেস্ট থেকে মাপের এককে রূপান্তরের গল্প
- ২৫ আগস্ট ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ শেয়ার
- ২৮ আগস্ট দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানি
- জুলাই সনদ নিয়ে মতভেদ চরমে, আজ তিন দলের সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারের
- ছেলের আত্মহত্যার জন্য দায়ী ChatGPT’: কাঠগড়ায় OpenAI
- ২৮ আগস্ট শীর্ষ ১০ গেইনার তালিকা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন: বাজারের সামগ্রিক বিশ্লেষণ