সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো কন্যাসন্তান, পূরণ হলো মায়ের স্বপ্ন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:০৭:৪৭
সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো কন্যাসন্তান, পূরণ হলো মায়ের স্বপ্ন

বলিউড তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘর আলোকিত করে এলো নতুন অতিথি—একটি কন্যাসন্তান। ১৫ জুলাই, ২০২৫ তারিখে মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কন্যার জন্ম দেন কিয়ারা, আর ১৬ জুলাই তাঁরা এই খুশির খবর সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একটি গোলাপি রঙের কার্ডে লেখা ছিল— “আমাদের হৃদয় ভরে উঠেছে, আমাদের পৃথিবী চিরতরে বদলে গেছে। আমরা কন্যাসন্তান পেয়ে আশীর্বাদধন্য।” কার্ডের ডিজাইনে ছিল নরম প্যাস্টেল রঙের হৃদয়াকৃতির বেলুন ও সোনালি অক্ষরে লেখা “Baby Girl”।

এই খবরে যেমন খুশিতে ভাসছে বলিউড, তেমনি নতুন করে আলোচনায় এসেছে সিদ্ধার্থ মালহোত্রার পুরোনো একটি সাক্ষাৎকার। বিয়ের আগেই কৌতুকশিল্পী জাকির খানের সঙ্গে এক আলাপচারিতায় সিদ্ধার্থ বলেছিলেন, “আমরা দুই ভাই ছিলাম, বাবা ছিলেন, আর মা সবসময় চাইতেন— কেউ তো অন্তত বিয়ে করুক, বাচ্চা হোক।” তিনি আরও বলেছিলেন, “আমার বড় ভাইয়ের সন্তান ছেলে, তাই মা চাইতেন— অন্তত পরিবারে একটি মেয়ে থাকুক।”

সেই ইচ্ছাই এবার বাস্তবে রূপ পেল। সিদ্ধার্থ ও কিয়ারা তাঁদের মেয়ের নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি, তবে তাঁদের দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায়ে পরিবার ও অনুরাগীরা আনন্দে ভাসছেন।

এই খবরে শুভেচ্ছাবার্তা দিয়েছেন বলিউডের অনেক সহকর্মী। করিনা কাপুর তাঁদের ইনস্টাগ্রাম পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লিখেছেন, “এই সুন্দর দম্পতিকে অভিনন্দন… ঈশ্বর তোমাদের ছোট্ট পরির জন্য আশীর্বাদ বর্ষণ করুন।” প্রযোজক করণ জোহর লিখেছেন, “ভালোবাসা এবং শুভকামনা… তোমরা দুজনই সেরা বাবা-মা হবে তোমাদের রাজকন্যার জন্য।” এছাড়াও আলিয়া ভাট, সামান্থা রুথ প্রভু, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুরসহ আরও অনেক তারকা তাঁদের পোস্টে লাইক দিয়েছেন।

সিদ্ধার্থ ও কিয়ারা ২০২৩ সালে রাজস্থানে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু হলো এক কন্যাসন্তানের হাত ধরে—যে শুধু তাঁদের নয়, অনুরাগীদের জীবনেও নতুন আনন্দের আলো ছড়াল।

-শারমিন সুলতানা, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ