বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ০৯:৫৭:২৭
বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

বলিউড তারকা সালমান খান তার ব্যক্তিগত একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন—এমন খবরে বিস্মিত অনেকে। মুম্বাইয়ের ব্যস্ত জীবন আর নিরাপত্তা ঘিরে বাড়তে থাকা চাপের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সুপারস্টার। যদিও কেন ফ্ল্যাটটি বিক্রি করা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকা পশ্চিম বান্দ্রার পালি ভিলেজে অবস্থিত সালমান খানের ফ্ল্যাটটি সম্প্রতি বিক্রি হয়ে গেছে। ১ হাজার ৩১৮ স্কয়ার ফিটের এই আবাসনের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৫৫ লাখ। চলতি জুলাই মাসেই সম্পন্ন হয়েছে এই ফ্ল্যাটের রেজিস্ট্রেশন।

বর্তমানে সালমান বসবাস করছেন বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তার বিক্রি করা ফ্ল্যাটটি সেখান থেকে মাত্র ২.২ কিলোমিটার দূরে অবস্থিত। তবে হঠাৎ করে এমন একটি সম্পত্তি বিক্রির কারণ নিয়ে সালমান বা তার পক্ষ থেকে কিছু বলা হয়নি।

পশ্চিম বান্দ্রা মুম্বাইয়ের অন্যতম দামি এবং অভিজাত আবাসিক এলাকা। শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলী খানসহ অনেক বলিউড তারকার বসবাস এই এলাকায়। তাই এ ধরনের এলাকায় সম্পত্তি বিক্রি সত্যিই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্প্রতি সালমান অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি নির্মাণ করেন এ আর মুরুগাদোস। ছবিতে সালমানের বিপরীতে ছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়।

গত কয়েক বছর ধরেই সালমান খানের সিনেমাগুলো আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তারকা খ্যাতি ধরে রাখতে এবং নিরাপত্তাজনিত কারণে জীবনের নানা দিকেই পরিবর্তন আনতে হচ্ছে তাকে—এমনটাই মনে করছেন অনেকে। আর সেই প্রেক্ষাপটেই হয়তো এসেছে এই ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ