সেলেনা-বেনির বিয়ের ঘণ্টা বেজে উঠেছে

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১০:৩২:৪১
সেলেনা-বেনির বিয়ের ঘণ্টা বেজে উঠেছে

সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কোর প্রেম এবার বিয়েতে রূপ নিতে যাচ্ছে। বহু আলোচিত এই তারকা জুটি আগামী সেপ্টেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হবে তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান। শুধু একদিনের অনুষ্ঠান নয়, অতিথিদের জন্য এক সপ্তাহের থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টেলর সুইফট, মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলস এবং ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতারাও।

গত বছরের ডিসেম্বরেই বাগদানের খবর দিয়ে আলোচনায় আসেন সেলেনা ও সংগীত প্রযোজক বেনি। কিন্তু এর আগে সেলেনা গোমেজের সম্পর্ক ঘিরে বহুবার আলোচনা হয়েছে, বিশেষ করে পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর বিবার বাগদান সারেন হেইলি বল্ডউইনের সঙ্গে, যা সেলেনাকে মানসিকভাবে ভেঙে দেয়।

নিজের তথ্যচিত্রে সেলেনা বলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। সেটা আমাকে অনেক বছর তাড়া করেছে, তবে এখন আমি এগিয়ে যাচ্ছি।”

বিচ্ছেদের পর নিজেকে কাজে ব্যস্ত রাখেন সেলেনা। ২০১৯ সালে বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করার সময় তাদের পরিচয় হয়। তারপর ২০২৩ সালের ডিসেম্বরে তারা তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন এবং একই বছরেই বাগদান সম্পন্ন করেন। এখন তাদের প্রেম পরিণতির পথে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ