শেয়ারপ্রতি যত টাকা লভ্যাংশ দিচ্ছে জিপি

শেয়ারবাজার ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:৩৯:৩৬
শেয়ারপ্রতি যত টাকা লভ্যাংশ দিচ্ছে জিপি

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড (জিপি) ২০২৫ সালের প্রথম ছয় মাসের ব্যবসায়িক ফলাফলের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এর অর্থ, কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১১ টাকা করে নগদ লভ্যাংশ পাবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পাশাপাশি গ্রামীণফোন জানুয়ারি-জুন সময়কালের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। এতে দেখা যায়, কোম্পানিটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন মেয়াদে মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করলেও, সামগ্রিক ছয় মাসের হিসাবে মুনাফা হ্রাস পেয়েছে।

গ্রামীণফোন জানায়, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৫১ পয়সা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৬ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ এ সময় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৩ পয়সা। তবে জানুয়ারি-জুন মেয়াদে কোম্পানিটির ইপিএস কমে দাঁড়িয়েছে ১১ টাকা ২১ পয়সায়, যেখানে আগের বছরের একই সময়ের ইপিএস ছিল ১৬ টাকা ২৯ পয়সা। সে হিসেবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫ টাকা ৮ পয়সা।

শুধু মুনাফাই নয়, ছয় মাস শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্যেও (নেট অ্যাসেট ভ্যালু বা NAV) নেতিবাচক পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের জুন শেষে ছিল ৫৩ টাকা ১৮ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যে পতনের প্রবণতা স্পষ্ট।

ডিএসই জানায়, ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট। এই তারিখে যেসব বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার ধারণ করবেন, তারা অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে আজ লভ্যাংশ ঘোষণার কারণে গ্রামীণফোনের শেয়ারদাম বাড়লেও সেটির ওপর কোনো সার্কিট ব্রেকার (মূল্যসীমা) প্রযোজ্য থাকবে না। ফলে শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণে উঠানামা করতে পারবে।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে আয়ের উন্নতি হলেও প্রথমার্ধে মুনাফা ও সম্পদমূল্যের পতন ভবিষ্যৎ প্রবৃদ্ধির গতি নিয়ে কিছুটা প্রশ্ন তুলতে পারে। তবে কোম্পানিটির নগদ প্রবাহ এবং শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে ঘোষিত উচ্চমাত্রার অন্তর্বর্তী লভ্যাংশে। বিনিয়োগকারীদের দৃষ্টি এখন মূলত পরবর্তী প্রান্তিকের ফলাফল এবং কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের দিকে।

-রাফসান, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ