সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:০৫:০৮
সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা

দামেস্কে সিরিয়ার সেনা সদরদপ্তরে একটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৬ জুলাই, বুধবার, এই হামলার ফলে কেঁপে ওঠে গোটা শহর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, টার্গেটকৃত সদরদপ্তরটি ছিল প্রেসিডেন্ট ভবনের খুব কাছেই। প্রথমে ছোট পরিসরে আক্রমণ চালানো হলেও পরে সেখানে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার দক্ষিণের শহর সুয়েইদায় গত কয়েকদিন ধরে দ্রুজ ও বেদুইন জাতিগোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ চলছে। সংঘর্ষ থামাতে সিরিয়ার সেনাবাহিনী সেখানে ট্যাংক ও ভারী অস্ত্রসহ প্রবেশ করে। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করেই ইসরায়েল হুমকি দেয়, সেনাবাহিনীকে ওই এলাকা থেকে সরিয়ে না নিলে ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েল দাবি করে, সিরীয় সেনারা দ্রুজ সম্প্রদায়ের ওপর দমনপীড়ন চালাচ্ছে। এই অভিযোগকে ভিত্তি করেই তারা সেনা সদরদপ্তরে আক্রমণ করে।

এই হামলা নিছক সামরিক পদক্ষেপ নয় এটি সিরিয়ার সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ এবং দেশটির সাম্প্রতিক রাজনৈতিক উত্তরণের ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুজ জনগোষ্ঠীর একটি অংশ বর্তমানে ইসরায়েলের দখলে থাকা সিরিয়ার ভূখণ্ডে বসবাস করায়, ইসরায়েল সেই সংবেদনশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে হামলার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে শুরু করে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় এবং পশ্চিমা দেশগুলো আবারও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উদ্যোগ নেয়। এমনকি ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা শুরু হয়েছিল। কিন্তু এই হামলা সেই সম্ভাবনাগুলোর ওপর বড় ধাক্কা দেয়।

তুরস্ক এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার সম্ভাবনাকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে। সিরিয়া এখনো এই হামলার কোনো সামরিক জবাব দেয়নি। রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামরিক সীমাবদ্ধতার কারণে তাদের প্রতিক্রিয়া কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ থাকছে। তারা আন্তর্জাতিক মিত্রদের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করছে।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে সিরিয়া, ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়ার জোট কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, তা এখন আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই আগ্রাসন শুধু সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নয়, বরং গোটা অঞ্চলের শান্তি প্রক্রিয়াকেই বিপন্ন করে তুলেছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ