গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ, রাস্তায় সুনসান নীরবতা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ০৮:৫৪:৪৫
গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ, রাস্তায় সুনসান নীরবতা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের পর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা করে।

গতকাল এনসিপির কর্মসূচিকে ঘিরে এনসিপি ও পুলিশের সঙ্গে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দিনভর চলা এই সহিংসতায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষের সময় শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী টহল দেয়। মাইকিংয়ের মাধ্যমে জনগণকে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

কারফিউ চলাকালে শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। ভোরে ২-১ জন করে বের হতে দেখা গেলেও অধিকাংশ মানুষ ঘরেই অবস্থান করেছেন। শহরের রাস্তায় দু-একটি রিকশা ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি। তবে খেটে খাওয়া কিছু মানুষ জীবিকার তাগিদে বের হয়েছেন।

এই ঘটনার পর এখনও পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। সংঘর্ষের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংঘর্ষের পর গোপালগঞ্জ শহরজুড়ে আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ