গাজায় আবারও একদিনে ৯৪ জন নিহত

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ০৮:৪৭:৪৫
গাজায় আবারও একদিনে ৯৪ জন নিহত

ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন। আহত হয়েছেন ২৫০-এর বেশি মানুষ। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহতের সংখ্যা ৫৮ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে।

বুধবার (১৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৯৪ জন নিহতের মরদেহ আনা হয়েছে এবং আহত অবস্থায় ভর্তি হয়েছেন ২৫২ জন। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

গাজায় চলমান সহিংসতায় শুধু আহতই হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০০ জনের বেশি। এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় প্রাণ গেছে আরও ৭ জনের, আহত হয়েছেন ৩০ জনের বেশি। এ ধরনের হামলায় চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮৫১ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি।

চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, ১৮ মার্চ সেই চুক্তি ভেঙে আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এরপর থেকে আরও অন্তত ৭ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৭ হাজারের বেশি মানুষ।

গাজায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে ধুঁকছে লক্ষাধিক মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরগুলোতে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে ইসরাইলি আক্রমণের কারণে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ