রক্তাক্ত সুইদা: বেসামরিক হত্যা ও সামরিক সংঘর্ষে বিধ্বস্ত দক্ষিণ সিরিয়া

বিশ্ব ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১০:১৯:৫৩
রক্তাক্ত সুইদা: বেসামরিক হত্যা ও সামরিক সংঘর্ষে বিধ্বস্ত দক্ষিণ সিরিয়া

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে রোববার থেকে শুরু হওয়া ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'। বৃহস্পতিবার সংস্থাটি নতুন করে নিহতের সংখ্যা হালনাগাদ করে জানায়, এই রক্তক্ষয়ী সংঘাতে নিহতদের মধ্যে রয়েছেন সরকারপন্থি বাহিনীর সদস্য, দ্রুজ যোদ্ধা, বেসামরিক নাগরিক এবং বেদুইন যোদ্ধারা।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে এখন পর্যন্ত ৭৯ জন দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন ৫৫ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ২৭ জনকে সরাসরি হত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। নিহতদের মধ্যে রয়েছেন ১৮৯ জন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও।

নিহতদের মধ্যে সাংবাদিক হাসান আল-জাআবি একজন, যিনি স্থানীয়ভাবে সংবাদ সংগ্রহ করতেন। সিরিয়ান সাংবাদিক ইউনিয়নের মতে, তাকে “অবৈধ সশস্ত্র গোষ্ঠী”রা গুলি করে হত্যা করে, যখন তিনি তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন তা প্রকাশ করা হয়নি।

এদিকে, সুইদার সাম্প্রতিক এই সংঘর্ষের মধ্যেই দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ জন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য নিহত হয়েছে বলেও জানায় সিরিয়ান অবজারভেটরি। সিরিয়ায় ইসরায়েল প্রায়শই ইরানপন্থি যোদ্ধা ও সামরিক স্থাপনায় হামলা চালায়, তবে এবার সরকারি বাহিনীর সদস্যরাও নিহত হলো।

দীর্ঘদিনের গৃহযুদ্ধ আর সংকটে জর্জরিত সিরিয়ায় সুইদার এই সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষত, সরকার ও স্থানীয় যোদ্ধাদের মধ্যে উত্তেজনা এবং বেসামরিক জনগণের উপর সরকারি বাহিনীর দমনপীড়নের অভিযোগ দেশটির স্থিতিশীলতা আরও দুর্বল করে তুলছে।

-আলমগীর হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ