শিষ্টাচারে বিএনপি এগিয়ে, অন্য দলগুলো প্রশ্নের মুখে: আমিনুল হক

রাজনীতি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ০৯:২২:৫৮
শিষ্টাচারে বিএনপি এগিয়ে, অন্য দলগুলো প্রশ্নের মুখে: আমিনুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, দেশের রাজনীতিতে শিষ্টাচার একমাত্র বিএনপিই অনুসরণ করে, অন্য দলগুলোর আচরণে সেই সংস্কৃতির অভাব স্পষ্ট।

বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

আমিনুল হক অভিযোগ করেন, এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রমাণ করে— রাজনীতিতে সহনশীলতা ও শালীনতার যে ভিত্তি থাকা দরকার, তা অনেক দলের মধ্যেই নেই। তিনি বলেন, বিএনপি সবসময় সরকার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানিয়ে কথা বলে। কিন্তু কিছু নতুন রাজনৈতিক দল এবং কয়েকটি ইসলামী দলের আচরণ জনমনে প্রশ্ন তৈরি করছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এর পেছনে উদ্দেশ্য রয়েছে— আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করা। আমিনুল হক বলেন, কেউ কেউ ক্ষমতায় গেলে হাসিনার মতো স্বৈরশাসক হওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠে, যা রাজনৈতিক সহনশীলতাকে ধ্বংস করছে। কিন্তু বিএনপি কখনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান বিরূপ মন্তব্য ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান তিনি। আমিনুল হকের মতে, গত ১৭ বছরে তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন চালিয়ে এসেছে বিএনপি। সমালোচনা করার আগে তার রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে জানা উচিত।

সভায় আরও জানানো হয়, ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের স্মরণে আগামী ১৮ জুলাই বিকেল ৩টায় মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড থেকে বিএনপির একটি মৌন মিছিল শুরু হবে। এটি মিরপুর ১১, ১০ নম্বর গোলচত্বর, কাজীপাড়া হয়ে শেওড়াপাড়ায় গিয়ে শেষ হবে। এছাড়া, ১ আগস্ট উত্তরার পলওয়েল মার্কেটের সামনে এক জনসভা এবং ৬ আগস্ট ‘বিজয় র‍্যালি’র কর্মসূচি ঘোষণা করা হয়।

সভাটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, মো. আফাজ উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ