মেসির জার্সিতে ইয়ামাল, শুরু এক নতুন অধ্যায়

খেলা ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১০:৪৯:০৯
মেসির জার্সিতে ইয়ামাল, শুরু এক নতুন অধ্যায়

ফুটবলপ্রেমীদের জন্য এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো বার্সেলোনায়। ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ‘নম্বর ১০’ জার্সি এবার উঠলো তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের গায়ে। মাত্র ১৮ বছর বয়সেই এই সম্মানজনক নম্বর পাওয়া ইয়ামাল বলেন, “মেসি তার পথ তৈরি করেছেন, আমি আমার পথ তৈরি করব।”

ক্যাম্প ন্যু-র স্পটিফাই ক্লাব শপে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়ামাল জানান, “আমি কঠোর পরিশ্রম করব, আমার সেরাটা দেব, যেন মাঠে থাকা বার্সা সমর্থকরা এবং বাড়িতে থাকা ভক্তরাও খুশি থাকেন।”

লারা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামালকে ইতিমধ্যেই মেসির সঙ্গে তুলনা করা শুরু হয়েছে। তবে তিনি নিজেই বলছেন, “আমি শুধু আমার স্বপ্ন পূরণ করতে চাই, গত বছরের চেয়ে বেশি উপভোগ করতে চাই, এবং বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। পাশাপাশি, স্পেনের হয়ে বিশ্বকাপ জেতাও আমার স্বপ্ন।”

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বর জার্সি পরে বার্সার সিনিয়র দলে অভিষেক করেন ইয়ামাল। এখন পর্যন্ত ক্লাবের হয়ে শতাধিক ম্যাচ খেলে ২৫টি গোল করেছেন। ২০২4-25 মৌসুমে তিনি ২৭ নম্বর পরে খেলেন, যা পরের মৌসুমে রূপ নেয় ১৯ নম্বরে—ঠিক যেমন মেসি একসময় পরতেন। এবার তিনি পেলেন সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি, যা মেসি ছাড়াও দিয়েগো মারাদোনা, রোনালদিনহো ও রিভালদোর মতো কিংবদন্তিরা পরেছেন।

বার্সার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন ইয়ামাল, যা তাঁকে ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন করে তুলেছে।

তবে আলোচনার বাইরে নয় তিনি। সম্প্রতি নিজের ১৮তম জন্মদিনে বেসরকারিভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বামনত্বের সমস্যায় আক্রান্ত শিল্পীদের ব্যবহারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। স্পেনের সমাজ অধিকার মন্ত্রণালয় এর তদন্তের আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গে ইয়ামাল বলেন, “আমি বার্সার হয়ে খেলি, ওটাই আমার কাজ। কিন্তু ক্লাবের বাইরে আমি আমার জীবন উপভোগ করি।”

লামিন ইয়ামালের হাতে ‘নম্বর ১০’ মানে শুধু একটি জার্সি নয়, বরং তা এক বিশাল দায়িত্ব ও প্রত্যাশার প্রতীক। এখন দেখার বিষয়, তরুণ এই প্রতিভা কতটা সফলভাবে সামলাতে পারেন এই উত্তরাধিকার।

-নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ