ট্রান্সকম ইলেকট্রনিক্সে নিয়োগ, ১০টি শূন্যপদে আবেদন শুরু

চাকরি ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ০৯:৩৯:২৭
ট্রান্সকম ইলেকট্রনিক্সে নিয়োগ, ১০টি শূন্যপদে আবেদন শুরু

দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড তাদের ব্রাঞ্চ ম্যানেজার পদে নতুন জনবল নিয়োগ দেবে। এই পদে দেশের বিভিন্ন স্থানে মোট ১০ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত।

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

চাকরিটি হবে পূর্ণকালীন এবং অফিসভিত্তিক। কর্মস্থল নির্ধারিত হবে দেশের যেকোনো স্থানে। প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে নির্বাচিত কর্মীরা মাসিক বেতন ছাড়াও পাবেন বিভিন্ন অতিরিক্ত সুবিধা। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, বিক্রয় প্রণোদনা এবং পরিবর্তনশীল কমিশন। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বছরে একবার বেতন বৃদ্ধির সুযোগও থাকবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিক করুন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ