বগুড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, দাদি-ভাবিকে হত্যা করে প্রেম প্রত্যাখ্যানের জবাব দিল সৈকত

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:১০:৫৪
বগুড়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, দাদি-ভাবিকে হত্যা করে প্রেম প্রত্যাখ্যানের জবাব দিল সৈকত

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে সৈকত হোসেন (১৯) নামের এক তরুণ। এ ঘটনায় ছাত্রীটির দাদি ও ভাবি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৬৫) এবং তার নাতি পারভেজ হোসেনের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। আহত স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সৈকত হোসেন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার রাতে সৈকত হঠাৎ ছাত্রীটির বাড়িতে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে। এ সময় কিশোরীকে বাঁচাতে এগিয়ে আসেন তার দাদি ও ভাবি। তাদেরও ছুরি মেরে পালিয়ে যায় সৈকত। স্থানীয়রা সৈকতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আহত তিনজনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা লাইলী বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আহত স্কুলছাত্রীর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে এবং সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ