গাড়ি চালনায় নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

বিনোদন ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:১৮:১৭
গাড়ি চালনায় নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালাতে পারবেন না। গত বছর দ্রুতগতিতে গাড়ি চালানোর অভিযোগে ইংল্যান্ডের একটি আদালত এ নিষেধাজ্ঞা দিয়েছে। একই অভিযোগে ‘হ্যারি পটার’ সিনেমায় ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করা ৭৬ বছর বয়সী জো ওয়ানামেকারকেও ছয় মাস নিষিদ্ধ করা হয়েছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডের একটি এলাকায় ৩০ মাইল নির্ধারিত গতিসীমা অতিক্রম করে ৩৮ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন এমা। এ ঘটনায় গত বুধবার (১৬ জুলাই) হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে এক হাজার ৪৪ পাউন্ড জরিমানা ও ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ করেন।

শুনানিতে এমা ওয়াটসন উপস্থিত ছিলেন না। তার আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতে জানান, এমা বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানা পরিশোধে সক্ষম।

আদালত জানায়, ঘটনার সময় এমা ওয়াটসনের লাইসেন্সে আগেই ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন করে আরও ৩টি যোগ হওয়ায় তা ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায় পরিণত হয়, যা যুক্তরাজ্যের আইনে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এটি গত দুই বছরে তার চতুর্থবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন। এর আগে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতেও তিনি একই ধরনের অপরাধ করেছিলেন।

‘হ্যারি পটার’ সিরিজের হারমায়নি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরবর্তীতে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিটল উইমেন’ ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি নারী অধিকার, শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত।

বিনোদন প্রতিবেদন/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ