মুন্নী সাহা ও স্বামীর ৩১টি ব্যাংক হিসাব জব্দ, রয়েছে ১৮ কোটি টাকা

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৭ ১১:৩৫:৩৩
মুন্নী সাহা ও স্বামীর ৩১টি ব্যাংক হিসাব জব্দ, রয়েছে ১৮ কোটি টাকা

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব জব্দ করেছে আদালত। এসব হিসাবে মোট ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি অর্থ রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত আদালতে আবেদন জানানোর পর এই আদেশ দেওয়া হয়। আদালতের অনুমোদন পাওয়া এসব হিসাবের মধ্যে কয়েকটি যৌথ নামে খোলা, যেখানে মুন্নী সাহা, এটিএন নিউজের ক্যামেরাপারসন তপন কুমার সাহা এবং তাদের মা আপেল রানী সাহার নাম রয়েছে। জানা গেছে, তপন সাহা মুন্নী সাহার ভাই।

এদিকে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দিয়েছে আদালত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে থাকা এসব হিসাবে মোট জমা রয়েছে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অর্থের উৎস নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে অর্থ স্থানান্তরের ঝুঁকি না থাকে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ