শিক্ষার্থীদের সরব উচ্চারণ: ‘তামাক নয়, চাই সুস্থ ভবিষ্যৎ’

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১০ ২১:৫০:৫১
শিক্ষার্থীদের সরব উচ্চারণ: ‘তামাক নয়, চাই সুস্থ ভবিষ্যৎ’

তামাকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তরুণদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন পাসের আহ্বান জানিয়ে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক যুব সমাবেশে অংশ নেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডর্প)। শিরোনাম ছিল—‘তরুণদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত শক্তিশালী করা প্রয়োজন’।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং খিলগাঁও মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন, নারী মৈত্রী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন, “দেশে ৬৮ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যান, যার মধ্যে ৫১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী তামাক। তরুণদের মৃত্যুহার উদ্বেগজনকভাবে বাড়ছে। এখনই আইন শক্তিশালী না করলে ভবিষ্যৎ অন্ধকার।”

বিশেষ অতিথি ডা. খালেদা ইসলাম, অধ্যাপক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, “প্রতিদিন তামাকজনিত রোগে ৪৪২ জনের মৃত্যু হয়, প্রতিবছর পঙ্গু হন প্রায় ৪ লাখ মানুষ। পরোক্ষ ধূমপানের শিকার ৪২.৭ শতাংশ মানুষ। এই বাস্তবতায় আইনের সংস্কার জরুরি।”

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক নাসরিন আক্তার ডলি বলেন, “গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ প্রাথমিক শিক্ষার্থীর শরীরে উচ্চমাত্রার নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে। শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করছে তামাক কোম্পানির বিপণন কৌশল।”

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশের ৪৯ শতাংশ যুবসমাজ তামাকের প্রভাবে আক্রান্ত হলে জাতির ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তারা খুচরা সিগারেট বিক্রি বন্ধসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ডর্প-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা মূল প্রবন্ধে ছয়টি জরুরি সংশোধন প্রস্তাব তুলে ধরেন:১. ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা২. বিক্রয়কেন্দ্রে তামাকপণ্যের প্রদর্শন নিষিদ্ধ৩. তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম নিষিদ্ধ৪. ই-সিগারেট নিষিদ্ধ করা৫. খোলা ও খুচরা তামাক বিক্রি নিষিদ্ধ করা৬. স্বাস্থ্য সতর্কবার্তা ৫০% থেকে বাড়িয়ে ৯০% করা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ