রাজধানীতে অটোরিকশাচালকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৩ ১৬:০১:৪৬
রাজধানীতে অটোরিকশাচালকদের বিক্ষোভ, দুর্ভোগে যাত্রীরা

ঢাকার ব্যস্ত সড়কে আবারও সৃষ্টি হয়েছে যাত্রীভোগান্তি। সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিক্ষোভের কারণে মহাখালী রুটে ঢোকা ও বের হওয়ার পথে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই অবস্থার কারণে উত্তরা থেকে মহাখালী এবং মহাখালী থেকে উত্তরা গন্তব্যে যাতায়াতকারী হাজারো যাত্রীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিভাগটির দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, বনানী এলাকার বিআরটিএ কার্যালয়ের সামনে রাজধানীর বাইরে থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাচালকেরা রাজধানীতে চলাচলের অনুমতির দাবিতে মূল সড়ক অবরোধ করেন। এর ফলে উত্তরা থেকে মহাখালীগামী এবং মহাখালী থেকে উত্তরাগামী সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থার গুরুত্ব বিবেচনায় নিয়ে বিকল্প রুটের নির্দেশনা দিয়েছেন ট্রাফিক পুলিশ। উত্তরা থেকে যারা ঢুকতে চাচ্ছেন, তাদের গুলশান-২ হয়ে গুলশান-১ এবং সেখান থেকে আমতলী কিংবা পুলিশ প্লাজার রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে যারা ঢাকার কেন্দ্র থেকে বের হতে চাইছেন, তাদেরও এ রুটেই যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া আউটগোয়িং যান চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে উত্তরা থেকে তেজগাঁও ও হাতিরঝিলমুখী যাত্রীরা এই এক্সপ্রেসওয়েটিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ করতে পারছেন।

অটোরিকশাচালকদের দাবি, ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি না থাকায় তারা কর্মসংকটে পড়েছেন। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই এই দাবির বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো ইতিবাচক সাড়া না পেয়ে অবশেষে তারা রাস্তায় নেমেছেন।

অবরোধের কারণে শুধু যাত্রী নয়, প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। অনেক জরুরি কাজে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বিষয়টি নিয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করছেন এবং সিএনজিচালকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ