নাজিরগঞ্জ ফেরিঘাটে পদ্মার ভাঙন তীব্র, হুমকিতে ঘাট ও নদীপাড়ের বসতি

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ০৯ ১৪:৪৯:২২
নাজিরগঞ্জ ফেরিঘাটে পদ্মার ভাঙন তীব্র, হুমকিতে ঘাট ও নদীপাড়ের বসতি

পদ্মা নদীতে উজানের পানির প্রবাহ বাড়তে থাকায় পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ফেরিঘাটের পূর্ব পাশের অংশ নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। ঝুঁকির মুখে পড়েছে ফেরিঘাটের মেইন পল্টুনসহ আশপাশের বসতবাড়ি ও স্থাপনা।

বুধবার (৯ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, ফেরিঘাট থেকে মাত্র কয়েক হাত দূর থেকেই বড় বড় অংশ ধসে পড়ছে নদীতে। প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এই ভাঙন ছড়িয়ে পড়েছে। নদীতীর ঘেঁষে থাকা ঘরবাড়িগুলোও হুমকিতে রয়েছে। স্থানীয়রা বলছেন, এইভাবে ভাঙতে থাকলে অল্প সময়ের মধ্যেই তারা মাথা গোঁজার ঠাঁই হারাবেন।

নদীপাড়ের বাসিন্দারা অভিযোগ করেন, নদীর পশ্চিম পাড়ে ব্লক বসানো হলেও পূর্ব পাশে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েক বছর ধরেই ধীরে ধীরে ভাঙন চললেও এবারের পরিস্থিতি সবচেয়ে তীব্র। নদীর পাড় থেকে মাত্র কয়েক গজ দূরেই তাদের বাড়িঘর। ভাঙনরোধে দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নাজিরগঞ্জ ঘাটের পোর্ট অফিসার তোফাজ্জল হোসেন বলেন, “২০২৩ সালে ঘাটের জমি আমাদের বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো ইউএনও বা ডিসি সেটি দেননি। ফলে ঘাট উন্নয়ন করা যাচ্ছে না। এভাবে ভাঙন চলতে থাকলে কোটি টাকার পল্টুন সরিয়ে নিতে বাধ্য হব।”

তিনি ঘাটের এই দুরবস্থার জন্য প্রশাসনিক বিলম্বকে দায়ী করেন।

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, স্থানীয়দের কিছু আপত্তির কারণে জমি হস্তান্তর করা যায়নি। তবে নদী ভাঙনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভাঙনের জন্য বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নদীশাসন ও তীর সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নেওয়া এবং অবৈধ বালু উত্তোলনের কারণেই পদ্মার ভাঙন দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ