সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা: বিসিবি

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে দূরে রয়েছেন। সর্বশেষ ভারতের বিপক্ষে ২০২4 সালের অক্টোবরে টেস্ট খেলার পর থেকে আর দেশের জার্সিতে মাঠে নামা হয়নি তার। রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত নিষেধাজ্ঞার কারণে সাকিব এখন কার্যত জাতীয় দলের বাইরে।
তবে সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে ফেরা এবং তার বোলিং অ্যাকশন সংশোধনের পর আবারও আলোচনা শুরু হয়েছে—ফিরছেন কি না সাকিব?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান ইএসপিএনক্রিকইনফো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “সাকিব সব সময় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে যেকোনো দলের জন্য সম্পদ। একজন বিশ্বমানের ক্রিকেটার। সে তার বোলিং অ্যাকশন শুধরে ফিরেছে, তাই টিম ম্যানেজমেন্ট তার দিকে নজর রাখবে।”
গত বছর ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন সাকিব। দলটি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। এরই মধ্যে আইসিসির অ্যাকশনজনিত নিষেধাজ্ঞায় পড়েন তিনি, যা থেকে মুক্তি পান গত মার্চে।
পিএসএলে অংশ নিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। তবে লাহোর কালান্দার্সের হয়ে তিন ম্যাচে ব্যর্থতার পরিচয় দিয়েছেন—বল হাতে মাত্র ১ উইকেট, ব্যাট হাতে কোনো রান করতে পারেননি।
বিসিবি পরিচালক ইফতেখার আরও বলেন, “নিষেধাজ্ঞার পর মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে সাকিব। আরও কিছু ম্যাচ খেলুক, তারপরই বলা যাবে সে জাতীয় দলে ফিরবে কি না।”
সাকিব আগেই জানিয়ে দিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় তা সম্ভব হয়নি। এদিকে পাকিস্তানে চলমান সিরিজের জন্য রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ দেশ ছেড়েননি, তবে সাকিব সেই দলে নেই। সাকিব টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও এখন আর তাকে খেলতে দেখা যাচ্ছে না।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ। দল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান, “দলটি তুলনামূলকভাবে নতুন, চারজন সিনিয়র খেলোয়াড় (সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) ছাড়াই খেলছে। দলে একটা শূন্যতা তৈরি হয়েছে। আমার মনে হয়, তরুণদের মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেটা তারা দেখাতে পারছে না।”
তিনি আরও বলেন, “আমরা যেই অবস্থানে আছি, সেখান থেকে শুধু ওপরের দিকেই যাওয়া সম্ভব।”
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গেম্বলারদের দৌরাত্ম্য: আস্থা ফেরাতে চাই কঠোর শাস্তি ও কাঠামোগত সংস্কার
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটি, চালু থাকবে জরুরি সেবা
- বাংলাদেশে সেনা-সরকার উত্তেজনা ও ‘কু’ এর গুঞ্জন: নেপথ্যে কি?
- নতুন রাজনৈতিক সমীকরণে কারা টিকে থাকবে, কারা হারিয়ে যাবে?
- সেনাপ্রধানের বক্তব্য, জুলকারনাইন তাতে যা বললেন!
- তারকা পরিচিতি: রক্ষাকবচ না কি সমাজবিমুখ অব্যাহতি?
- নাহিদের স্পষ্ট বার্তা: এনসিপিতে নেই দুই উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- বিএনপির সালাউদ্দিনকে নিয়ে কি লিখলেন প্রেস সচিব শফিকুল?
- বাংলাদেশে আন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক অধিকার হুমকিতে
- সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
- ডিপ্লোমেটিক শেকআপ: জসীম উদ্দিন দূতাবাসে , সচিব হচ্ছেন নজরুল
- মুহাম্মদ ইউনূস প্রশাসনের ভবিষ্যৎ কেন অনিশ্চিত
- ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ: শুধুমাত্রবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য
- ডিসেম্বরে নির্বাচন চান সেনাপ্রধান
- "ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সব রাজনৈতিক দল অকুণ্ঠ সমর্থন জানিয়েছে"