বৃষ্টি দেখলেই এই দোয়া পড়তেন রাসুল (সা.)

ধর্ম ডেস্ক . সত্য নিউজ
২০২৫ মে ২২ ১২:০৩:০৫
বৃষ্টি দেখলেই এই দোয়া পড়তেন রাসুল (সা.)

বৃষ্টি ইসলামী দৃষ্টিতে শুধু প্রাকৃতিক একটি ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে রহমত ও নেয়ামত হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন। তিনিই সকল গুণে প্রশংসিত, প্রকৃত অভিভাবক" (সূরা আশ-শূরা: ২৮)। এই আয়াত থেকে স্পষ্ট হয়, বৃষ্টি আল্লাহর কৃপায় আসে এবং তা মানবজাতির জন্য কল্যাণকর।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করতেন। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল বৃষ্টি দেখলে বলতেন, "এ তো আল্লাহর রহমত" (সহিহ মুসলিম: ১৯৫৭)। উপকারী বৃষ্টির জন্য তিনি দোয়া করতেন, "আল্লাহুম্মা সাইয়্যেবান নাফিআন" অর্থাৎ, হে আল্লাহ! আপনি এই বৃষ্টিকে প্রবাহমান ও উপকারী করে দিন (সহিহ বুখারি: ১০৩২)। তবে অতিবৃষ্টি হলে বা তা ক্ষতিকর হয়ে উঠলে তিনি দোয়া করতেন, "আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা" অর্থাৎ, হে আল্লাহ! আমাদের আশপাশে বৃষ্টি দাও, আমাদের উপর নয় (সহিহ বুখারি: ৯৩৩)।

তীব্র ঝড়ো হাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের সময় নবিজি (সা.) উদ্বিগ্ন হতেন এবং ভাবতেন এটি আল্লাহর শাস্তি কিনা। তখন তিনি একটি দীর্ঘ দোয়া করতেন যাতে তিনি ঝড়ের কল্যাণ চাইতেন এবং এর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতেন (সহিহ মুসলিম: ৮৯৯)। এইসব দোয়াগুলো মুসলিম সমাজে প্রকৃতির প্রতি সচেতনতা ও আল্লাহর প্রতি নির্ভরতার নিদর্শন হিসেবে বিবেচিত হয়। অতএব, বৃষ্টি দেখা মাত্রই মুসলমানদের উচিত তা আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করে তাঁর প্রশংসা করা এবং কল্যাণ কামনা করা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ