গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সহিংসতায়,কারফিউ জারি 

সারাদেশ ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ২১:৩৩:২৯
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সহিংসতায়,কারফিউ জারি 

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের পর জেলা শহরে কারফিউ জারি করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শহরে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে সন্ধ্যার পর কারফিউ জারির ঘোষণা আসে। এর আগে দুপুরে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির একটি সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপি ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে শহরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে সমাবেশ আয়োজন করেছিল। সমাবেশ শুরুর আগেই মঞ্চ এলাকায় প্রথম দফা হামলার ঘটনা ঘটে।

সকাল থেকেই গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে। জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব সদস্যদের টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে কারফিউ আরও বাড়ানো হতে পারে বলেও জানা গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ