গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল ডেস্ক . সত্য নিউজ
২০২৫ জুলাই ১৬ ১৮:১৮:৫০
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলার প্রতিবাদে বরিশালে পৃথক দুটি স্থানে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ জুলাই) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে কর্ণকাঠি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন। সেখানে তারা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং হামলাকারীদের বিচার দাবি করেন। এসময় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-ভোলা-বরগুনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই প্রান্তে দীর্ঘ যানজট দেখা দেয়।

একই সময়ে বিএম কলেজের শিক্ষার্থীরাও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রী ও পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা অবরুদ্ধ নেতাদের মুক্তি ও ঘটনার বিচার দাবি করেন। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে, ততক্ষণ তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন।

পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল ৫টার দিকে একটি আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন। তবে বিএম কলেজ শিক্ষার্থীদের অবরোধ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলছিল বলে জানা গেছে।

/আশিক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ